অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত হয়ে গেল ঢাকার ঐতিহ্যবাহী হলি ক্রস স্কুল ও কলেজের প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান। সম্প্রতি সিডনির মার্শফিল্ডের কার্জন হলে উৎসবমুখর পরিবেশে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানস্থল অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত প্রাক্তন ক্রসিয়ান-ক্রসেমারের শতাধিক অতিথির সমাগমে মুখরিত হয়ে ওঠে। সমবেত কণ্ঠে ‘পুরানো সেই দিনের কথা’ গানটির পরিবেশনের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের শুরু করা হয়।
বহু মাসের পরিকল্পনার পর পুনর্মিলনীতে হলি ক্রসের ১৯৫৮–এর ব্যাচ থেকে ২০১৩ ব্যাচের প্রাক্তন।
ছাত্রীরা উপস্থিত হন। এ সময় সবার পরনে সাদা পোশাক, বাঙালিয়ানা শাড়ির আধিক্যই নজরে পড়ে।
পুনর্মিলনী কেন্দ্র করে প্রকাশিত হয় একটি ই-ম্যাগাজিন। অনুষ্ঠানে সিডনির প্রাক্তন ছাত্রীরা গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। খাবারের পাশাপাশি ছিল কেক কাটা ও কুইজ গেম খেলার আয়োজন। ভবিষ্যতে আরও বড় আয়োজনের আশা ব্যক্ত করেন আয়োজনের অন্যতম উদ্যোক্তা নাফিজা আজাদ।