লন্ডনে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

লন্ডন বাংলা মেলা ১৫ থেকে ১৬ অক্টোবর ব্লাডি আর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে তিন দিনব্যাপী বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, একুশে পদকপ্রাপ্ত লেখক নাজমুন নেসা পিয়ারি, যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, যুক্তরাজ্যের উদীচীর সভাপতি গোলাম মোস্তফা, লেখক ও গবেষক প্রিয়জিৎ দেব সরকার প্রমুখ।

আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রকাশনীর বই প্রদর্শিত হয়। মেলার দ্বিতীয় দিন মুক্তিযুদ্ধের বিশ্বের প্রথম মানবিক কনসার্ট নিয়ে আবু সাঈদ ও প্রিয়জিৎ দেব সরকারের লেখা ‘কনসার্ট ফর বাংলাদেশ: দুই বন্ধু এক দেশ’ বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গওহর রিজভী বলেন, ‘বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য এই ধরনের মেলা খুব গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে নতুন প্রজন্ম বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। সারা বিশ্বে বাংলাভাষী মানুষেরা এ ধরনের উদ্যোগ নিয়ে আসছে, তাদের সাধুবাদ জানাই।’ তিনি আরও বলেন, ‘কনসার্ট ফর বাংলাদেশ: দুই বন্ধু এক দেশ’ একটি চমৎকার বই, চমৎকার নামকরণ। ১৯৭১ সালের ১ আগস্ট জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনে সারা বিশ্বে জনমত গঠনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুনেছি বইটি ইংরেজি ভাষায় অনূদিত হতে যাচ্ছে। বইটির জন্য সব সময় সহযোগিতা ও সফলতা কামনা করি।’