নিঃসঙ্গতা

অলংকরণ: মাসুক হেলাল

জীবন যেন চলছে নিজের মতো করে,
শুধু রাতদিন অভিসারের যন্ত্রণায়—
যার নিবিড় ছোঁয়ায় আজও ভাবনা জাগে,
সে যেন আজ অন্য সুর নিয়েছে সাজে।
কথন ছিল কত স্পর্শতার প্রতিটি মুহূর্ত যেন নীরবে বইছে আজও হৃদয়ে,
অশ্রু বিসর্জনের চিন্তনে কিছুটা পাই স্বস্তি
তবে সেটা বড্ড বেদনাদায়ক।
যেন একাই বলে চলেছি দিবারাত্রি,
কার সাথে কথা বলছি নিজেই জানি না।
সত্যিই কথা বলেও এতটা শান্তি ভাবিনি আগে,
সত্যিই ভাবিনি।
যদি এতটাই ভাবনা তখন উপস্থিত থাকত মস্তিষ্কে—
তাহলে হয়তো আজ এই দূরত্ব হতো না তৈরি,
হতো না কথা বলার সবকিছু শেষ—
কী জানি কী ভেবেছিলাম তখন।
আসলে হয়তো মূল্যবান মনে হয় তখনই, যখন আর নাগালের মধ্যে কিছুই রয় না,
হয়তো সে অমূল্য কি না, আজ বুঝি এই নিঃসঙ্গতায়।
হৃদয়ের ব্যাকুল ছটফটানি যেন মাঝে মাঝে গলা টিপে ধরে নিজেকে,
সত্যিই তো কী করে বুঝব সে কতটা দামি।

*লেখক: মিঠু ঘোষ, জলপাইগুড়ি, ভারত

দূর পরবাসে ভ্রমণকাহিনি, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]