থাইল্যান্ডে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপন

ছবি: দূতাবাসের সৌজন্য

বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক আজ শনিবার যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৩ উদ্‌যাপন করে। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত মো. আবদুল হাই আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য শহীদ সদস্য ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের অন্যান্য শহীদ সদস্য ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর রাষ্ট্রদূত মো. আবদুল হাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) ও মিশন উপপ্রধান মালেকা পারভীন, মিনিস্টার (কনস্যুলার) হাসনাত আহমেদ; কাউন্সেলর (ইকনোমিক) সারোয়ার আহমেদ সালেহীন এবং কাউন্সেলর (রাজনৈতিক) নির্ঝর অধিকারী। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় আওয়ামী লীগ ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

ছবি: দূতাবাসের সৌজন্য

রাষ্ট্রদূত মো. আবদুল হাই তাঁর বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব বীর মুক্তিযোদ্ধাকে গভীরভাবে স্মরণ করে উপস্থিত সুধীমণ্ডলীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

বিজয় দিবস ২০২৩ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা  হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। এ ছাড়া, দূতাবাস প্রবাসী বাঙালি শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে থাইল্যান্ডে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোররা অংশগ্রহণ করে। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

মহান বিজয় দিবসের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. মাসূমুর রহমান।

মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৪ ডিসেম্বরে দূতাবাস কর্তৃক ব্যাংককস্থ রেডক্রস সোসাইটিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া, মহান বিজয় দিবস উপলক্ষে গত ১০ ডিসেম্বরে দূতাবাসের সহযোগিতায় থাইল্যান্ডের Chonburi প্রদেশের পাতায়ার Horse Shoe Point এ Bangladesh Community in Thailand Cricket Club কর্তৃক আয়োজিত T-10 ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়। বিজ্ঞপ্তি