টরন্টোয় অভিবাসন ও অভিবাসী জীবন নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন
কানাডার টরন্টোয় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে অভিবাসন ও অভিবাসী জীবন নিয়ে মাহমুদা নাসরিনের লেখা ‘কানাডা-বাংলাদেশ ডায়াস্পোরা জীবন’ গ্রন্থের মোড়ক উন্মোচন। এ বছর ঢাকায় অমর একুশে বইমেলায় (২০২৪) গ্রন্থটি প্রকাশিত হয়। গত ২৭ এপ্রিল (শনিবার) টরন্টোর বাংলাদেশি–অধ্যুষিত এলাকা ডেনফোর্থের বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিসেসের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে টরন্টোর বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পেশার মানুষের উপস্থিতিতে হলটি পূর্ণ ছিল।
অনুষ্ঠানে পাঠক-মূল্যায়ন পর্বের আলোচনায় অংশগ্রহণ করেন সিটি অব টরন্টোর সমাজকর্মী মোসাম্মাৎ বদরুন্নেসা, কানাডাভিত্তিক নতুন দেশ পত্রিকার প্রধান সম্পাদক শওগাত আলী সাগর এবং সাংবাদিক ও লেখক সৈকত রুশদী। সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জসিম উদ্দিন আহমদ।
আয়োজনের শুরুতে কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়। স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট রিয়ালেটর আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামিনা নাসরিন চৌধুরী। এ ছাড়া লেখিকা মাহমুদা নাসরিন বইটির বিষয় নিয়ে আলোচনা করেন এবং পাঠকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কানাডার হাউস অব কমন্সের সদস্য সালমা জাহিদ এমপি, অন্টারিও প্রাদেশিক আইনসভার সদস্য অ্যান্ড্রিয়া হ্যাজেল ও টরন্টো সিটি করপোরেশনের কাউন্সিল প্রার্থী কান্ডাভেল।
উল্লেখ্য, মাহমুদা নাসরিন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। বর্তমানে কানাডায় সনদপ্রাপ্ত অভিবাসন পরামর্শক হিসেবে কাজ করছেন।
**দূর পরবাস–এ ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল অ্যাড্রেস: [email protected]