কলম্বাস! কলম্বাস!

অলংকরণ: মাসুক হেলাল

কলম্বাসের সাথে আমার

স্বপ্নে হলো দেখা,

সাক্ষাতের তার কিছু

খোয়াবনামায় হলো লেখা।

হঠাৎ করেই কলম্বাস

চেতনায় ঝড় তুলে,

আমার ঘরের বন্ধ দুয়ার

সব দিলেন খুলে!

চোখের পাতা টেনে ধরে

বললেন, ‘দৃষ্টি খোলো

প্রশান্ত ও আটলান্টিকের

বুকে ঝড় তোলো।’

আমি অবাক! বলেন কী!

অতলান্তে ঝড়!

এমন কী আর সাহস আমার

যাব দেশান্তর!

মৃদু হেসে কলম্বাস

হাত বাড়িয়ে তাঁর,

বললেন, ‘দেখো;

কতদূর যায় দৃষ্টি তোমার।

চোখের পলক না ফেলে

এক নজরে দেখো,

জগৎটা তো এতটুকুই

খোয়াবনামায় লেখো।

খুব বেশি না। শুধু তোমার

ইচ্ছেটাই বড়,

কুয়োর ব্যাঙ না হয়ে

দৃষ্টি বড় করো।

যার কারণ খ্রীষ্টফার

হলাম কলম্বাস,

তুমিও হবে দিগ্বিজয়ী

বিশ্বাস আমার।’