অস্ট্রেলিয়ায় প্রায় দেড় শ কোটি টাকার লটারি পেলেন এক নারী
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে প্রায় ১৬৩ কোটি টাকার লটারি পেয়েছেন স্থানীয় এক নারী। গত মঙ্গলবার ঘুম থেকে উঠে তিনি জানতে পারেন এই লটারির কথা। এর আগে তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের লটারি ‘দ্য লট’ থেকে মাত্র ৭ ডলার দিয়ে লটারি কিনেছিলেন, যা থেকে অস্ট্রেলীয় ডলারে ২১ দশমিক ১৬ মিলিয়ন জিতেছেন। তবে প্রথমে লটারি জেতার কথা বিশ্বাস করেননি তিনি। পরে অফিশিয়াল নম্বর থেকে কল পেয়ে লটারি জেতার কথা নিশ্চিত হন তিনি।
কুইন্সল্যান্ডের নিরাং শহরের বাসিন্দা এই নারী তাঁর লটারি জেতা নিয়ে বলেন, ‘আমি সব সময় টিকিট কিনতাম আর ভাবতাম. একদিন আমার সময় আসবে। তবে একদিন যে এত বড় লটারি জিতে যাব, এটা ভাবিনি। আমি ভাবতেই পারছি না ২১ মিলিয়ন ডলার থাকবে আমার পকেটে।’ হঠাৎ পাওয়া এই ধনরাশি দিয়ে কী করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘কোথা থেকে শুরু করব বুঝতেই পারছি না। আমার চাকরিটা কয়েক সপ্তাহের মধ্যে ছাড়ার কথা ছিল। এখন ভাবছি কালই ছেড়ে দেব। অনেক দিন ধরে একটি বাড়ি কেনারও চেষ্টা করছিলাম, সেটাও কিনব।
দ্য লটের বিভিন্ন ধরনের লটারি রয়েছে। এর মধ্যে ‘লাকি লটারিজ মেগা জ্যাকপট ড্র লটারি জিতেছেন এই নারী। এই লটারির প্রথম পুরস্কার ২ লাখ ডলার ডলার হলেও মেগা জ্যাকপট ছিল ২ কোটি ১১ লাখ ডলারের। প্রথম পুরস্কারসহ অন্যান্য পুরস্কার অনেকে বিজয়ীর মধ্যে ভাগ করে দেওয়া হলেও বিশেষ নম্বরের মেগা জ্যাকপট একজন বিজয়ীই পেয়ে থাকেন। ২ লাখ ৭০ হাজার লটারির মধ্য থেকে খুব কম সময়ই এই মেগা জ্যাকপট পেয়ে থাকেন কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী।