বাহরাইনে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ ও ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উদ্‌যাপন

বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হয়েছে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ ও ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’। গত রোববার (৪ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবস দুটি উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য, রেমিট্যান্স যোদ্ধা, সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতারা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা।

দিবসের কর্মসূচি শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর জুলাই অভ্যুথানে নিহত শহীদ ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আগস্ট ও জুলাই মাসের শহীদদের। তিনি বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠিয়েই নয়, বাংলাদেশ-বাহরাইন দুই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁদের এই অবদান জাতির জন্য গর্বের।

‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় শহীদদের মাগফিরাত, আহত ব্যক্তিদের সুস্থতা এবং প্রবাসে থাকা সব বাংলাদেশির মঙ্গল কামনা করা হয়। অনুষ্ঠানে প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং দেশের প্রতি তাঁদের ভালোবাসা ও দায়িত্ববোধ প্রকাশ করেন।