‘মিলনমেলা—অন্যেরা পারে আমরা কেন নয়’ ২০০৩ সালের জুলাইয়ে প্রথম আলোতে প্রকাশিত একটা লেখার শিরোনাম ছিল এটা। অতীত জীবনের বিভিন্ন স্তরে স্মৃতিমধুর দিনগুলোয় একসঙ্গে কাটানো মানুষগুলো কিংবা একই সংস্কৃতির জনগোষ্ঠীর আত্মার টানে আবারও কোথাও মিলিত হওয়াই মিলনমেলা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন যেকোনো মানুষের জন্যই খুব গুরুত্বপূর্ণ, আর এ কারণে ভিন্ন ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষাজীবন পেরিয়ে সামনে এগিয়ে যাওয়া মানুষগুলো একতাবদ্ধ হয়ে চলার দারুণ আকর্ষণ অনুভব করেন। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা নিজেদের এলামনাই প্রতিষ্ঠা করে অনেকেই একতাবদ্ধ।
‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন অতি প্রাচীন ও স্বনামধন্য একটা বিভাগ। এখানকার প্রাক্তন শিক্ষার্থীরা ছড়িয়ে আছেন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে। আমেরিকার বিভিন্ন অঞ্চলে বসবাসকারী সুশিক্ষিত ও কর্মদক্ষ এসব ঢাবি রসায়নবিদদের মধ্যে আত্মার বন্ধন গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চলছে। অতীতেও চেষ্টা ছিল। নিকট অতীতে ২০২৩ সালের ৫ আগস্টে মেরিল্যান্ডের কপিন স্টেট বিশ্ববিদ্যালয়ে এই রসায়নবিদদের এক সফল মিলনমেলা আয়োজিত হয়েছিল। এতে মেরিল্যান্ড, দেলাওয়ার, ও পেনসালভানিয়া এই তিন প্রদেশ থেকে অনসাইটে আগত ঢাবি রসায়নবিদদের সাথে অনলাইনেও যুক্ত হয়েছিলেন ওহাইও, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, নিউজার্সি, মিসিসিপি, উইসকনসিন, মিসিগান, সাউথ ডাকোটাতে বসবাসকারী রসায়নবিদরা। অধ্যাপক জামাল উদ্দিন, আসাদুজ্জামান ও সাদেক এই তিনজন বিজ্ঞানীর সার্বিক তত্বাবধানে সেই মিলনমেলার সফলতা প্রমাণ করে - অন্যেরা পারে আমরা রসায়নবিদেরাও পারি!
সফলতার ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ বিষয়। রসায়নবিদেরা সমগোত্রীয়, এই গোত্রের নাম রসায়ন! ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়নের প্রাক্তন ছাত্রছাত্রীদের মতামতের ভিত্তিতে আমেরিকায় এ গোত্রের নাম ঢাকা ইউনিভার্সিটি ক্যামিস্ট্রি ইন অ্যামেরিকা, সংক্ষেপে ডিইউসিএএ বিবেচিত হয়েছে। এবছর ২০২৫ সালে একটু বড় পরিসরে মিলনমেলা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পেনসালভানিয়া প্রদেশের ফিলাডেলফিয়া শহরের অদূরে এক পার্কে জুলাইয়ের ২৬ তারিখ শনিবারে অনুষ্ঠিত হবে ডুকা মিলনমেলা ও পিকনিক। আয়োজক কমিটিতে পেনস্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসাদুজ্জামানের নেতৃত্বে আরো আছেন দেলোয়ার, নাদেরা, ইভা, সাজ্জাদ, নাজমুল, মাহফুজ, জয় এবং নাদিম।
আয়োজক কমিটিকে সার্বিক সহযোগিতা দিচ্ছেন সিনিয়র আমজাদ ভাই ও জামাল। সারাদিনের এ অনুষ্ঠানে থাকবে সকলের জন্য ডিইউসিএএ লোগোসহ টি–শার্ট, বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার, ছেলেমেয়ে সবার জন্য বয়সভিত্তিক বিভিন্ন খেলা, মজার প্রতিযোগিতা ও উপহার সামগ্রী। সিনিয়র, সহপাঠী ও জুনিয়র সবাই মিলে প্রাণভরা আড্ডা ও সুন্দর গঠনমূলক আলোচনা থাকবে দিনভর সার্বক্ষণিক। এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে ইতিমধ্যেই অনেকে রেজিস্ট্রেশন করেছেন, অন্যেরা আগ্রহী হলে যোগাযোগ করুন।