পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

পর্তুগালের লিসবনে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করেছে সরকার
ছবি: সংগৃহীত

পর্তুগালের লিসবনে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করেছে সরকার। ২৭তম মিশন হিসেবে গতকাল বুধবার এ কার্যক্রম উদ্বোধন করা হয় দেশটিতে।
বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকি উপস্থিত ছিলেন। এ সময় দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আলমগীর হোসেন ছাড়া অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অতিথিরা জানান, দূতাবাসে ই-পাসপোর্ট সেবাপদ্ধতির পাশাপাশি মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমানে বিশ্বের ২৬টি বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চলছে। এ সেবা বেড়ে আরও ৫৩টি মিশনে চালুর পরিকল্পনা রয়েছে।

ই-পাসপোর্টের উল্লেখযোগ্য সুবিধাগুলোর মধ্যে ই-গেট স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করে দ্রুততার সঙ্গে ইমিগ্রেশন সম্পন্ন করা এবং ব্যবহারকারীর সব তথ্য চিফে সংযুক্তের ফলে সহজে শনাক্তকরণের সুবিধা। সবশেষে ই-পাসপোর্ট আবেদনের নিয়মনীতি ও সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত দূতাবাসের ফেসবুক পেজে বিজ্ঞপ্তি আকারে জানানো হবে বলে জানিয়েছেন দূতাবাসের দায়িত্বরত কর্মকর্তা।