সিডনিতে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংগঠনের সমুদ্রভ্রমণ

অস্ট্রেলিয়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অজি এনএসইউয়ার্স অ্যাসোসিয়েশন তাদের ১২তম বছর সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করেছে। এ মাইলফলক উদ্‌যাপন উপলক্ষে সংগঠনের পরিচালনা কমিটি গত ২৫ ফেব্রুয়ারি একটি বর্ণাঢ্য সমুদ্রভ্রমণের আয়োজন করে। অস্ট্রেলিয়ায় নানা প্রান্ত থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের পরিবারসহ এ অনুষ্ঠান উদ্‌যাপনে অংশ নেন।

এদিন সকাল থেকেই অতিথিরা পরিবারসহ পৌঁছে যায় বিখ্যাত সিডনি হারবার ব্রিজের নিচে, সবাই মিলে সমুদ্রভ্রমণের উদ্দেশে। ঠিক দুপুর ১২টায় সবাইকে নিয়ে ক্রুজ শিপের যাত্রা শুরু হয়। এই উদ্‌যাপন এবং পুনর্মিলনীতে সবাইকে স্বাগত জানান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাজিম তারেক। ভ্রমণটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সহসভাপতি নাহার এ দিশা এবং নির্বাহী সদস্য আবীর হারুনী।

বর্ণীল দিনটি শুরু হয় অস্ট্রেলিয়ার আদিবাসীদের সম্মান জানিয়ে। ক্রুজ শিপটি ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে অস্ট্রেলিয়ার বিখ্যাত অপেরা হাউজের দিকে। একদিকে সুদৃশ্য হারবার ব্রিজ, অন্যদিকে অপেরা হাউজ দেখতে দেখতে অতিথিদের আনন্দ দ্বিগুণ করতেই যেন সিডনির আকাশও ছিল ঝকঝকে নীল, যার প্রতিফলনে নীলচে সবুজ সমুদ্র আরও উজ্জ্বল হয়ে উঠেছিল।

এই পুনর্মিলনীর একটি বিশেষ সাফল্য ছিল অস্ট্রেলিয়ায় অন্যান্য রাজ্য থেকে আসা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, তাঁদের বিশেষ ধন্যবাদ জানান সংগঠনের পরিচালনা কমিটির সব সদস্য। অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয় মুখরোচক খাবার ও পানীয়, ছিল ব্যান্ডদলের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা। মনোরম পরিবেশে অতিথিদের জন্য আরও নানা আয়োজনে ছিল র‍্যাফেল ড্র, সেরা পোশাকের জন্য পুরস্কার, ছোটমনিদের জন্য নানারকম আনন্দ আয়োজন।

সংগঠনের সভাপতি শামস মওদুদ সংক্ষিপ্ত বক্তব্যে অজি এনএসইউয়ার্স অ্যাসোসিয়েশনের গত ১২ বছরের যাত্রায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকল প্রাক্তন শিক্ষার্থী সদস্য এবং তাঁদের পরিবারকে ধন্যবাদ জানান।

সহসভাপতি নাহার এ দিশা এবং সাধারণ সম্পাদক তাজিম তারেক ধন্যবাদ জানান সকল প্রতিষ্ঠাতা, সদস্য এবং পৃষ্ঠপোষকদেরকে যারা বিগত বারো বছরে এই সংগঠনে অসামান্য ভূমিকা রেখেছেন। এই পুনর্মিলনীটি আয়োজনে অক্লান্ত পরিশ্রম করেছেন সংগঠনের নির্বাহী সদস্য মেহেদী রেজা, মৌসুমি চৌধুরী, তাবাসসুম চৌধুরী, বুশরা আহমেদ, মাহমুদা ফারিন, সামিন নেওয়াজ, ফয়সল সিদ্দিক এবং আবীর হারুনী।

২০১১ সালে গঠিত এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন নর্থ সাউথ ইউনিভার্সিটি, বাংলাদেশি এবং অস্ট্রেলিয়ান কমিউনিটির মানুষের উন্নয়নের জন্য, কাজ করে যাচ্ছে। সংগঠনের সম্পর্কে জানতে চোখ রাখুন: www.oznsuers.org

**দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]