আধিপত্য

ছবি: এএফপি

আমি পূর্ব, পশ্চিমের কথাই বলছি
আমি উত্তর, দক্ষিণের কথাই বলছি,  
হ্যাঁ, আমি ফিলিস্তিন, ইসরায়েল যুদ্ধের কথাই বলছি
যেখানে এখন বিদ্যুৎ নেই, পানি নেই, গ্যাস নেই
কেবলই সাঁজোয়া যানের গর্জন, বারুদের গন্ধ,  
কী করুণ ভায়োলিন  
নিজেদের গমের খেতে নিঝুম দুপুরে দাঁড়িয়ে আছে
আধিপত্য মোকাবিলায় ইট–পাটকেল হাতে ন্যায্য হিস্যার দাবীতে।
আমি লাল সবুজের দেশ, বাংলাদেশ থেকে বলছি,  
জানি, তোমরা আজ নজরুলের ‘বিদ্রোহী রণক্লান্ত’
আকাশে, বাতাসে মুক্তির নোনা গন্ধ
আকাশে নেই কোনো সাদা বক
আজ তোমরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছ,  
ঠক ঠক ঠক ঠক বিরামহীন পায়ের আওয়াজ।
ঘাসসান জাকতান ফিলিস্তিন কবি, তোমায় লাল সালাম
মাহমুদ দারবিশ, গাসসান কানাফনি তোমরা লিখে যাও তোমাদের কবিতা
রামাল্লার মহল্লা এখন ধ্বংসস্তূপ  
যেদিকে তাকাই কেবল জলপাই চৌকি  
পাথরেও ইহুদিরা পায়ের ছাপ রেখে যায়
লম্বা গোঁফওয়ালা ইহুদি যার বিপক্ষে ছুটছে নির্বাক ফিলিস্তিন পাথর।
হায় ফিলিস্তিনি, শেষ সীমান্তের পর তোমারা আর কোথায় যাবে?
শেষ আকাশের পর তোমারা আর কোথায় উড়বে?
শেষ বাতাসের পর তোমরা আর কি নিয়ে বাঁচবে?
জমিজিরাত, মানুষ আজ পরিত্যাজ্য
আঙুরের বাগানে ইহুদিরা আজ বিষ ছিটায়।
হে মানুষ, হে প্রিয় মাতৃভূমি, একদিন রাত শেষ হবেই
প্রিয়জনের দাফন শেষ হলে
আমি তোমাদের নারীদের বলছি,  
তোমরা আবার সন্তান সম্ভবা হও
আবার সন্তান প্রসব কর
আমি তোমাদের রুটি আর কফির জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকব  
বিপ্লবের জন্য প্রতিশ্রুতি আজ বড় বেশি প্রয়োজন
মৃত্যু আর ক্ষুধা আজ এক করুণ অভিজ্ঞতা ।
ব্রোঞ্জ সভ্যতা থেকে মেসোপটেমিয়া পুরোটাই আজ ফিলিস্তিন
এটাই ঐতিহাসিক সত্য  
আর তোমরা? ইহুদিরা হচ্ছো হিব্রু, তোমাদের নেতা মুসা
তোমরা ভুলে যাচ্ছ ব্যাবিলনের ইতিহাস, হিটলারের নির্দয়তা  
এমনকি সম্রাট অ্যাসিরিয়া তোমাদের বংশ নির্বংশ করেছিল একদিন,  
 
তোমরা হামাসকে সন্ত্রাসী বলো কোনো যুক্তিতে?
হামাসের আছে ধর্ম, দাতব্য চিকিৎসালয় আর ন্যায্য লড়াই
তোমাদের কি তা আছে?
লেবাননের হিজবুল্লাহকে তোমরা সন্ত্রাসী বল
অথচ এই হিজবুল্লাহই ফিলিস্তিনের প্রধান সাহায্যকারী
তোমাদের যেমনি আছে আমেরিকা, ব্রিটেন, ন্যাটোভুক্ত দেশ
ফিলিস্তিনিদের পাশে আছে ওআইসি,  
আল-আকসা তোমাদের কাছে টেম্পল মাউন্ট
অথচ এই আল-আসকা ইসলামের দ্বিতীয় খলিফা ওমর নির্মিত
যার অপর নাম হারাম আল শরীফ, এটাই ঐতিহাসিক সত্য ।
ও ফিলিস্তিনি বন্ধুরা আমার, জেরুজালেম তোমাদের রাজধানী একদিন হবেই।
*সমস্ত মুক্তিকামী প্যালেস্টাইন জনগণকে উৎসর্গকৃত