ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার পুনর্মিলনী অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ার সিডনিতে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৯ এপ্রিল) স্থানীয় একটি সেন্টারে ১৯৬৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন এই অনুষ্ঠানে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ১৯৬৫ সালের প্রাক্তন ছাত্র ও আহ্বায়ক কমিটির প্রধান মোস্তফা আবদুল্লাহ বলেন, ‘আমাদের প্রাক্তন ছাত্রদের মেধা ও পরিশ্রম দেখে আমি মুগ্ধ।’ প্রাক্তন ছাত্র অধ্যাপক আবদুর রাজ্জাক রসিকতা করে বলেন, ‘আমি এখানে সবচেয়ে পুরোনো “ডাইনোসর”।’
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন শাহীন শাহনেওয়াজ, সেলিম রেজা মুকুল, চিকিৎসক রশিদ আহমেদসহ অনেকে। অন্যদিকে গান পরিবেশন করেন সিরাজুস সালেকিন, অমিয়া মতিন, নাফিসা আজাদ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দেওয়ান পাভেল এবং সাংস্কৃতিক পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন মামুন হাসান খান।
‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
প্রবেশপথে ঢাকা কলেজের গেটের অনুকরণে তৈরি স্টলে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণা করেন। অনুষ্ঠানে ঢাকা কলেজের আইসিটি বিভাগকে দুটি কম্পিউটার প্রদান করা হয়। লরেন্স ব্যারেলের প্রচ্ছদে ও আতিকুর রহমানের সম্পাদনায় প্রকাশিত হয় স্মরণিকা ‘জলপত্র’।
সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আল মামুন আগামী বছর আবারও এমন আয়োজনের প্রতিশ্রুতি দেন এবং সভাপতি আবু তারিক সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।