বৈরুতে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন

বাংলাদেশ দূতাবাস বৈরুতের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় গতকাল বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করা হয়। প্রথম পর্বে সকালে লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীত সহযোগে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

দ্বিতীয় পর্বে ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে দূতাবাস সভাকক্ষে আলোচনা সভা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। অনুষ্ঠানে জাতির পিতার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দূতাবাসের কর্মকর্তারা দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রীর ‘স্মাট বাংলাদেশ’ বিনির্মাণে অবদান রাখার জন্য লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। পৃথক দুটি অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা এবং লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

  • দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল অ্যাড্রেস