খুদে ‘ইংরেজি শিক্ষক’ মাইসুনের সঙ্গে প্রবাসীদের আড্ডা

দুবাইয়ে খুদে ‘ইংরেজি শিক্ষক’ হিসেবে পরিচিতি পাওয়া উম্মে মাইসুনের হাতে ক্রেস্ট তুলে দেন প্রবাসীরা
ছবি: লেখক

উম্মে মাইসুন। দেশে তার পরিচয় খুদে ‘ইংরেজি শিক্ষক’ হিসেবে। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মেয়ে। মা-বাবার সঙ্গে আসে সংযুক্ত আরব আমিরাতে। প্রবাসী বাংলাদেশিরা তাঁদের ছেলেমেয়েদের নিয়ে তার সঙ্গে মতবিনিময় ও আড্ডার আয়োজন করেন।

১১ অক্টোবর আমিরাতের দুবাইয়ের কাসার আল শামস হোটেলের হলরুমে প্রবাসীরা এ আড্ডার আয়োজন করেছিলেন। মাইসুনকে উৎসাহ প্রদানের পাশাপাশি তার ইংরেজি ভাষার ওপর দক্ষতা, বাচনভঙ্গি ও উপস্থাপনা এবং তার কার্যক্রম অন্য শিক্ষার্থীদের উৎসাহ জোগাবে—এমন প্রত্যাশা নিয়েই মূলত এ আয়োজন।

আড্ডায় জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে মাইসুনের অনুসারী (ফলোয়ার) এখন ৩৫ লাখ। ইংরেজিতে কথা বলার শুরু ৩৮টি বাক্য শিরোনামে তার একটি ভিডিও এখন পর্যন্ত ফেসবুকে দেখা হয়েছে ২ কোটি ৯৫ লাখ বার এবং ইউটিউবে দেখা হয়েছে ২৪ লাখ বার। সহজে ইংরেজি ভাষা শেখার জন্য তার ভিডিও সব সময় দেখেন প্রবাসীরাও।

পরে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসিম উদ্দিন আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেলের সহধর্মিনী তাসলিম জিনাত নিফা।

বক্তব্য দেন প্রথম আলোর হেড অব নিউজ, চট্টগ্রাম ও মাইসুনের বাবা আশরাফ রুবেল, শিল্পী ইয়াসমিন ইসলাম মেরোনা, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই সভাপতি শিবলী আল সাদিক, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, নারী নেত্রী নিশাত জাহান চৌধুরী, মাইসুনের মা উম্মে সালমা চৌধুরী, গাউছিয়া কমিটি দুবাই নাখিল শাখার সভাপতি মো. ওসমান গনি, ব্যবসায়ী এস এম মাসুদ, সাংবাদিক সিরাজুল হক, মাহবুব হাসান, ইশতিয়াক আসিফ, শামসুর রহমান, ইয়াসিন খোকন, খোরশেদ আলম, সাগর দেবনাথ প্রমুখ।

বক্তরা মাইসুনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রবাসীদের নিয়েও ইংরেজি শেখার টিউটরিয়াল ভিডিও তৈরির আহ্বান জানান। পরে মাইসুনের হাতে ক্রেস্ট তুলে দেন প্রবাসীরা।