সিডনির বাংলাদেশি চিকিৎসক রেজা আলীর মা মারা গেছেন
অস্ট্রেলিয়ার বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক রেজা আলীর মা প্যাট্রিসিয়া লর্ড আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। গতকাল শুক্রবার বাদ জোহর ঢাকার উত্তরায় জানাজা শেষে বনানী সেনা কবরস্থানে স্বামী ডা. এম এম আলীর কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
অধ্যাপক রেজা আলীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির বাংলাদেশি চিকিৎসকসহ আরও অনেকে। সবাই তাঁর মায়ের আত্মার মাগফিরাত কামনা করেছেন। সিলেটের কানাইঘাটে রেজা আলীর পৈতৃক বাড়ি। মা প্যাট্রিসিয়া লর্ড একজন ব্রিটিশ নাগরিক ছিলেন। অবসরে যাওয়ার আগপর্যন্ত তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি পড়াতেন। এম এম আলী সেনাবাহিনীর মেডিকেল কোরের সার্জন ছিলেন।
প্যাট্রিসিয়া লর্ডের চার ছেলেমেয়ের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক রেজা আলী বর্তমানে সিডনির একটি হাসপাতালের সিনিয়র স্টাফ স্পেশালিস্ট হিসেবে কর্মরত। একই সঙ্গে তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের অন্যতম সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলসের সভাপতির দায়িত্বও পালন করছেন।