মন্ট্রিয়লে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা
অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন গত শনি ও রোববার (১৬ ও ১৭ নভেম্বর) দুদিন মন্ট্রিয়লে কনস্যুলার সেবা প্রদান করেছে। বাংলাদেশি অধ্যুষিত শার্লেভোয়াঁ এলাকার একটি চার্চের হলরুমে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সেবা প্রদান করা হয়। এ সময় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি পাসপোর্ট, ভিসা, নো ভিসা রিকোয়ারমেন্ট (NVR), পাওয়ার অব অ্যাটর্নিসহ প্রয়োজনীয় অন্য কার্যক্রম সম্পন্ন করেন।
হাইকমিশনার নাহিদা সোবহানের নির্দেশনায় অটোয়া থেকে আসা ডেপুটি হাইকমিশনার কাজী রাসেল পারভেজের তত্ত্বাবধানে হাইকমিশনের একটি টিম মন্ট্রিয়লে এই কার্যক্রম পরিচালনা করেছে। হাইকমিশনের প্রথম সচিব হাসান আল বাশার জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে নো ভিসা রিকোয়ারমেন্ট এবার মেশিন রিডেবল ভিসার পরিবর্তে সাময়িকভাবে স্ট্যাম্পের (সিল) ওপর হাতে লিখে সেটি প্রদান করা হয়েছে। তবে সংশ্লিষ্ট বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে এ–সংক্রান্ত একটি সত্যায়িত পত্রও সংযুক্ত করে দেওয়া হয়েছে।
হাইকমিশন সূত্র জানায়, গত দুদিনে ২৭২ জন প্রবাসী সরাসরি কনস্যুলার সেবা গ্রহণ করেছেন। এ ছাড়া চার শতাধিক প্রবাসীকে এ–সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়েছে।
এবার নো ভিসা রিকোয়ারমেন্ট সিল সঙ্গে সঙ্গেই প্রদান করা হয়। ফলে প্রিপেইড খাম কেনা (প্রায় ২৮ ডলার) সাশ্রয় হচ্ছে সেবাগ্রহীতাদের।
উল্লেখ্য, কানাডার রাজধানী অটোয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন মন্ট্রিয়ল ও এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থে মন্ট্রিয়লে প্রায়ই অস্থায়ী অফিস বসিয়ে কনস্যুলার সেবা প্রদান করে থাকে। এতে মন্ট্রিয়ল থেকে অটোয়ায় গিয়ে কনস্যুলার সেবা নেওয়ার ঝক্কি থেকে রেহাই পান কর্মক্লান্ত প্রবাসীরা।
কনস্যুলার সেবা নিতে আসা ব্যক্তিরা জানান, দক্ষতা, আন্তরিকতা ও দ্রুততার সঙ্গে হাইকমিশনের কর্মকর্তারা প্রয়োজনীয় সেবা প্রদান করেছেন।