জার্মানির ফ্রাঙ্কফুর্টে বর্ণাঢ্য আয়োজনে ঈদ মিলনমেলা

এবার বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে জার্মানির ফ্রাঙ্কফুর্টে গিসেনহাইম সালবাউতে (কনফারেন্স সেন্টারে) ঈদের দিন স্থানীয় স্থানীয় সময় বিকেল পাঁচটায় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ফ্রাঙ্কফুর্ট ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী প্রায় ৮০০ প্রবাসী বাংলাদেশি এতে অংশ নেন।

মনোমুগ্ধকর উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্য ও অন্যতম প্রধান পৃষ্ঠপোষক সেভেন ডে’স–এর সিও কামাল হোসেন। তিনি জানান, এটি এযাবৎকালের সবচেয়ে বড় আয়োজন। জার্মানিতে আগে আর কোনো অনুষ্ঠানে এত মানুষের সমাগম হয়নি।

জার্মানিতে বাংলাদেশি প্রবাসী শিল্পী জালাল আবেদীন, শিউলি ফিরোজ, তানভির চৌধুরী, শিশু শিল্পী তাপসী রায়, বাবুল তালুকদার, আতিকুর রহমান সবুজ ও মুনিমের গান অনুষ্ঠানকে করে তুলেছিল প্রাণবন্ত। দেশীয় মেজবান আর গান সাংস্কৃতিক অনুষ্ঠান কমিউনিটির সদস্যদের প্রাণবন্ত করে তোলে। গান, কবিতা আবৃত্তি—সবকিছু মিলিয়ে অনুষ্ঠান হয়ে উঠেছিল প্রবাসের বুকে এক টুকরা বাংলাদেশ।

অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত শিশু–কিশোরদের অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তুলেছিল আনন্দময়। ঈদের সাজে সজ্জিত প্রবাসী বাঙালি নারীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। মন মাতানো এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সামসুল করিম, মো. সেলিম, কাইয়ুম চৌধুরী, কালাম চৌধুরী, মাহফুজ ফারুক, জাকির হোসাইন, মো. আলম, শেখ আলম, মুরাদ আলম, ফয়সাল মোল্লা, মোফাসহ আরও অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান-বাংলা প্রেসক্লাবের অধিকাংশ সদস্য। কমিউনিটি ব্যক্তিত্ব কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা আজ সফল হলো। এ অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করেন। আমদের সনাতন ধর্মাবলম্বী বন্ধুবান্ধও অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠান সবার জীবনে নিয়ে আসে নতুন উদ্দীপনা এবং সৃষ্টি করে দেশ প্রেম।’