এভাবেই একদিন!
নিজের মতো নিজেই যখন চলে চলছি
হাজারটা হাত এসে থামাচ্ছে আমায়
‘এভাবে চলো না, ওভাবে চলো না,’ কত কি!
আমি বলি, দয়া করে তোমরা থামো এবার
কাউকে আমাকে থামাতে হবে না,
এভাবেই চলার স্বাদ নিতে নিতে দেখো
হঠাৎই একদিন থেমে যাব আমি!
নিজের মতো নিজেই যখন শান্ত জলে ভাসছি
হাজারটা ঢেউ এসে ডোবাচ্ছে আমায়
‘এখানে কেন এলে? এ জল আমার,’ কত কি!
আমি বলি, দয়া করে তোমরা যাও এবার
কাউকে আমাকে ডোবাতে হবে না,
এভাবেই ভাসার স্বাদ নিতে নিতে দেখো
হঠাৎই একদিন ডুবে যাব আমি!
নিজের মতো নিজেই যখন ইচ্ছেমতো ঘুরছি
হাজারটা মুখ এসে তাড়াচ্ছে আমায়
‘এখানে কেন এলে, এ স্থান আমার,’ কত কি!
আমি বলি, দয়া করে তোমরা যাও এবার
কাউকে আমাকে তাড়াতে হবে না,
এভাবেই ঘোরার স্বাদ নিতে নিতে দেখো
হঠাৎই একদিন চলে যাব আমি!