প্রবাসে রমজান

রমজান মাসপ্রতীকী ছবি

এই জীবনে কত রমজান গেল,

গুনাহ মাফের চেষ্টা কি সফলতা পেল?

প্রবাসে কাটালাম কত যে দিন,

প্রথম ন্যাসভিলে ইফতারের সেই দিন।

মসজিদে প্রতিদিন ইফতারি সাজে,

কমিউনিটির ভালোবাসা মনে লাগে।

তারপর কাটালাম পাডুর দিন,

লাফিয়াতে স্মৃতি আজও অমলিন।

একা জীবনে ইফতারের ছলে,

বন্ধুত্ব গাঁথলাম মসজিদের কোলে।

কেউ রয়ে গেছে, কেউ ফিরেছে,

রমজানে স্মৃতিগুলো ফের জেগেছে।

সজল ভাইয়ের কথা পড়ে মনে,

ইফতারে মিলতাম আপন সনে।

রাফীদের কথাও ভুলি না আজ,

কফির দোকানে জমত সাজ।

কফি শেষে আসতাম নামাজে,

তারাবিহর জমায়েত মসজিদে সাজে।

ইমামের তিলাওয়াত মোহিত করত,

মনোযোগে শ্রুতিতে মন হারাত।

সবশেষে এলাম কলাম্বিয়ায়,

সবুজের ছোঁয়ায় শহরটা মায়া।

সবুজে ঘেরা, শান্ত, ছোট এই শহর,

মসজিদ, ইফতার, মুসল্লিদের সুর।

আল্লাহ, এই মাসে দয়া করো,

আমাদের গুনাহ ক্ষমা করো।

তুমি গাফফার, তুমি দাতা,

তোমার রহমত চাই সর্বদা!