‘সূর্যমুখী’

তুমি সূর্যের দিকেই মুখ করে থেকো
যেন শুধু ছায়া পড়ে থাকে পিছে
তোমার আবছায়াটিই আমার জন্য রেখো
হোক না তা যত অবাস্তব ও মিছে।
তুমি সূর্যের দিকেই মুখ করে থেকো
ভোরের আলোর উষ্ণ পরশ মেখে
তোমার দুঃখের শিশির আমার জন্য রেখো
তাকে রাখব আমি পরম যত্নে ঢেকে।
তুমি সূর্যের দিকেই মুখ করে থেকো
পূর্ব থেকে পশ্চিমে যেতে যেতে
সন্ধ্যে হলে আমায় কাছে ডেকো
ঘুরিয়ে দেবো নতুন আলো পেতে।
তুমি সূর্যের দিকেই মুখ করে থেকো
যত দিন তোমার স্নিগ্ধ আভা থাকে
আমায় শুধু অপেক্ষাতেই রেখো
অবেলাতে লাগবে তোমার যাকে।
এমনি করেই একটা সময় ক্লান্ত হবে যখন
শেষ সময়ে থাকবে তুমি শুধুই পূর্বমুখী
জেনে রেখো তোমার সাথে আছি আমি তখন
রইবে তুমি সারা জীবন আমার সূর্যমুখী।