সিডনিতে বাংলাদেশ কনস্যুলেটের ভাষা দিবস উদ্‌যাপন

অনুষ্ঠানের একাংশ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত হয়েছে। দিবসটি কেন্দ্র করে সিডনির বাংলাদেশ কনস্যুলেট ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়।

অনুষ্ঠানের একাংশ
ছবি: সংগৃহীত

দিনের শুরুতে মিশন প্রাঙ্গণে বাংলাদেশের পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। এরপর সিডনিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর পাঠ করা হয় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দেওয়া বাণী।

কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী উপস্থাপনের মাধ্যমে। এ সময় সিডনি কনস্যুলেটের কর্মকর্তাসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সিডনির বাংলাদেশ কনসাল জেনারেল মো. সাখাওয়াৎ হোসেন। এ সময় তিনি ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে ভাষাশহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। এরপর একুশে একাডেমি অস্ট্রেলিয়ার পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সবাই।

**দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]