সিডনিতে সকালবেলার রোদ্দুর

কবির সুমনের একটা গান আছে, ‘সকালবেলা রোদ্দুর যেই মাটিতে পা ফেলেছে/ একটা চড়াই অমনি দেখি এক্কা দোক্কা খেলছে’। সেই গানেরই আরও কিছু চরণ এমন, ‘যে মেয়েটার খেলা দেখে চড়াই পাখির শেখা/ সে মেয়েটাই যাবে স্কুলে রিকশা চেপে একা’। দেশে বা প্রবাসে এখনকার বাস্তবতাটাই এমন। মহাবিশ্বের নিয়মে সূর্য ওঠে দিনের শুরু হয়, আবার দিনের শেষে সূর্য অস্ত যায়; কিন্তু আমাদের দুদণ্ড অবসর নেই সেটা খেয়াল করার। যে শিশুরা এগুলো খেয়াল করত, তারাও এখন আইপ্যাড, ট্যাব আর টিভি নিয়ে সারাক্ষণই ব্যস্ত সময় পার করে। এরপরও আপনি চাইলে তাদের সকাল, দুপুর বা সন্ধ্যা চেনাতে পারেন। সকালের এ ছবিগুলো সিডনির বিভিন্ন স্থান থেকে সাম্প্রতিক সময়ে তোলা।

১ / ১২
সকালবেলার রোদে ছায়ার খেলা। মিন্টো সাবার্ব
২ / ১২
সকালের রোদে সবুজ আর নীলের মিতালি। মিন্টো সাবার্ব
৩ / ১২
সকালে উঠে অফিসে ছোটার তাড়া নেই পার্কের উম্মুল মানুষদের। হাইডপার্ক, সিডনি
৪ / ১২
সকালবেলায় রোদ পোহাচ্ছে একটি বিড়াল। মিন্টো সাবার্ব
৫ / ১২
সকালের রোদে মরা গাছটা যেন অসীমে দিচ্ছে পাড়ি। মিন্টো সাবার্ব
৬ / ১২
সকালেই শুরু হচ্ছে দিনের ব্যস্ততা। সিডনির টাউন হল
৭ / ১২
সকালের রোদে আলোকিত বারান্দা। মিন্টো সাবার্ব
৮ / ১২
সকালের রোদে বাপ-বেটার প্রাতর্ভ্রমণ। মিন্টো সাবার্ব
৯ / ১২
সকাল বেলার রোদ্দুরের আলোয় উজ্জ্বল নিমফুল। মিন্টো সাবার্ব
১০ / ১২
সকালবেলার রোদে উদ্ভাসিত ওয়েস্টেরিয়া ফুল। কেন্টলিন সাবার্ব
১১ / ১২
সকাল সকাল দাদু আর নাতি বেরিয়ে পড়েছে প্রাতর্ভ্রমণে। পারামাটা স্টেশন
১২ / ১২
সকাল সকাল রাজহাঁসটির পরিবার বেরিয়ে পড়েছে খাদ্যের সন্ধানে । ইগলভেল সাবার্ব