সুইডেনের বাতাসে মুক্তকণ্ঠে জাতীয় সংগীত
উত্তর সাগরের অরেসান্ড লিংকের কোল ঘেঁষে সুইডেনের মালমো শহরটি। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম ব্রিজ অরেসান্ড পাশের শহর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনকে মালমোর সঙ্গে যুক্ত করায় দক্ষিণ সুইডেনের এ শহর বাণিজ্যিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। মালমো লাগোয়া শহরটির নাম লুন্ড। ঐতিহ্যের ধারক-বাহক জগদ্বিখ্যাত লুন্ড ইউনিভার্সিটি এখানেই।
এই মালমো, লুন্ড ও পার্শ্ববর্তী কিছু শহরকে কেন্দ্র করেই মূলত বেশ কিছুসংখ্যক প্রবাসী বাঙালির বসবাস। সংখ্যায় নেহাত কম নয়। কেউ পড়াশোনা করেন, কেউ চাকরিজীবী, কেউবা ব্যবসায়ী, কিন্তু সবার একটাই পরিচয় তা হলো বাংলাদেশি! সুখে-দুঃখে, হাসি-কান্নায় একে অন্যের পাশে থাকেন তাঁরা, যেন এক পরিবার, এক আত্মা।
বাঙালি পালাপর্বণ, আচার-অনুষ্ঠান ঘটা করে পালন করেন তাঁরা যেমন, ঠিক তেমনি বাঙালি জাতিসত্তা ও জাতীয় চেতনার ব্যাপারে তাঁরা আপসহীন। তাঁদের কোনো রাজনৈতিক দল নেই, নেই কোনো নেতা-নেত্রী, ধর্ম-বর্ণনির্বিশেষে এক বাঙালিত্বই হলো তাঁদের একমাত্র পরিচয়।
বাংলাদেশে ঘটে যাওয়া যেকোনো নৈরাজ্য, অন্যায় বা জাতীয় স্বার্থে সোচ্চার হতে দ্বিধা বোধ করেন না এই প্রবাসীরা। এরই আলোকে ৬ অক্টোবর মালমো-লুন্ড ও পার্শ্ববর্তী শহরে অবস্থিত বাঙালিরা মালমো শহরের প্রাণকেন্দ্র স্ট্রটটোরিয়েটে মালমো মিউনিসিপ্যালিটির অনুমতি নিয়ে একত্র হয় এবং পথ-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
মূলত বাংলাদেশের জাতীয় সংগীতের ক্ষেত্রে তাঁদের অবস্থান পরিষ্কার করে দেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাই। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে জাতীয় সংগীত নিয়ে বিভ্রান্তি ছাপিয়ে তাঁরা তাঁদের বলিষ্ঠ মতামত মালমো শহরের প্রাণকেন্দ্র থেকে জানান দেন—‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। আমাদের রক্তের কণায় মিশে গেছে এ গান। এ গান শুধুই জাতীয় সংগীত নয়, আমাদের বাঙালিত্বের ভীত, আমাদের অস্তিত্ব!
এ অনুষ্ঠানে ছিল বাচ্চাদের ও বড়দের আবৃত্তি, পথনৃত্য, দেশাত্ববোধক সংগীত, জাতীয় সংগীত নিয়ে উন্মুক্ত আলোচনা। অনুষ্ঠানে একজন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন, যিনি তাঁর যুদ্ধের অভিজ্ঞতার গল্পের মাধ্যমে তরুণদের অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠানের শেষে সবাই মিলে গলা ছেড়ে মুক্তকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা করেন এবং শপথ নেন—দেশের যেকোনো জাতীয় স্বার্থে তাঁরা সব সময় দৃঢ়, যেমনটা ছিলেন ১৯৭১ সালে আমাদের বীর মুক্তিযোদ্ধারা।
লেখক: হাবীব-উন-নবী হিল্লোল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আইকিয়া, সুইডেন