অস্ট্রেলিয়ায় যাত্রা শুরু ভ্রমণ ম্যাগাজিন ‘ঘুরুঞ্চি’র

উদ্বোধন অনুষ্ঠানের একাংশ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া থেকে যাত্রা শুরু করল ভ্রমণবিষয়ক ডিজিটাল ম্যাগাজিন ‘ঘুরুঞ্চি’। ভ্রমণপ্রিয় বাংলাদেশিদের লেখা, নিবন্ধ ও ছবি প্রকাশের ডিজিটাল মাধ্যম এই ‘ঘুরুঞ্চি’। ৪ মার্চ দেশটির ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নে এক বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয় এ প্রকাশনার। যাত্রা শুরুর পর থেকেই জনপ্রিয়তা পেয়েছে ‘ঘুরুঞ্চি’। তবে ভ্রমণবিষয়ক প্রকাশনার কাজ শুরু করে ‘ঘুরুঞ্চি’ ২০২০ সালে। চলতি বছর ম্যাগাজিনটির পূর্ণাঙ্গ প্রকাশের নিমিত্তে ‘ghurunchi.com’ নামের ওয়েবসাইট প্রকাশ শুরু হয়।

‘ঘুরুঞ্চি’র উদ্বোধন করেন মেলবোর্নের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী কামরুল চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার গবেষণা সংস্থা সিএসআইআরওর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নওশাদ হক, ‘ঘুরুঞ্চি’র প্রধান সম্পাদক সালাউদ্দিন আহমদসহ মেলবোর্নের প্রবাসী বাংলাদেশিরা যোগ দেন। উদ্বোধনী আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশের সাংবাদিক মাহবুব স্মারক, সাদিকা জাহান ও জুই গোমেজ।