সিডনিতে বাংলাদেশের সংস্কার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা
সিডনির ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক গঠনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষাবিদ, গবেষক ও অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কমিউনিটি সদস্যরা বাংলাদেশের বর্তমান সংস্কার প্রক্রিয়ায় তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় নারী ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শিশুদের জন্য উন্নত যত্ন ব্যবস্থা, সামাজিক অন্তর্ভুক্তি, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং অভিবাসন সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়গুলো।
শিক্ষাবিদ ও গবেষকদের বক্তব্যে উঠে আসে সুশাসন প্রতিষ্ঠা, ভোটাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক সম্পর্ক জোরদারকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী উপদেষ্টা ও ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. আনিস চৌধুরী বর্তমান সরকারের গৃহীত সংস্কার কর্মসূচির বিস্তারিত ব্যাখ্যা উপস্থাপন করেন। এছাড়া, অন্যান্যদের মধ্যে সিডনিতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষক খন্দকার ফরিদ উদ্দিন। সূচনা বক্তব্য দেন প্রকৌশল, ডিজাইন ও বিল্ট এনভায়রনমেন্ট স্কুলের অধ্যাপক মো. আব্দুল আলিম। সমাপনী বক্তব্যে সামাজিক বিজ্ঞান বিভাগের ফারনাজ ফরিদ বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন।
প্রায় তিন ঘণ্টাব্যাপী এই আলোচনায় অংশগ্রহণকারীরা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তারা মনে করেন, বর্তমান সংস্কার প্রক্রিয়া দেশকে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। প্রবাসী বাংলাদেশিরা তাদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগিয়ে এই প্রক্রিয়ায় অবদান রাখতে আগ্রহ প্রকাশ করেন।