বার্সেলোনায় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
স্পেনের বার্সেলোনার বাংলাদেশ বন্ধুসুলভ মহিলা সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত রোববার শহরের একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত এ উৎসব ছিল বাংলাদেশি সংস্কৃতির এক অপূর্ব উপস্থাপনা।
অনুষ্ঠানে প্রায় ২০ ধরনের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী এবং পরিবেশনের ব্যবস্থা করা হয়। ভাপা, চিতই, পাটিসাপটা, দুধপুলি, নারকেলপুলি—এমন নানা রকমের পিঠা ছিল দর্শনার্থীদের জন্য অন্যতম আকর্ষণ। এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্ত অংশ নেন।
পিঠা উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল জমজমাট। স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় আধুনিক, লোকসংগীত ও নৃত্য দর্শকদের মুগ্ধ করে। এ সময় মঞ্চ মাতিয়ে রাখেন ইংল্যান্ড থেকে সংগীতশিল্পী সাজ্জাদ নূর এবং কানাডা থেকে আগত আশরাফুল পাভেল।
আয়োজক সংগঠনের সভাপতি শিউলি আক্তার, সিনিয়র সভাপতি খাদিজা আক্তার মনিকা, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিগারের সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের অন্য নেতাদের মধ্যে সহযোগিতায় ছিলেন উপদেষ্টা নাজমা জামাল, জান্নাতুল ফেরদৌস নুপুর, জেমি আহমেদ, লাবিবা আক্তার, হীরা জামান প্রমুখ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, অনারারি কনস্যুলার রামন পেদ্রো বেরনাউসসহ কমিউনিটির সাংবাদিক, ব্যবসায়িক, সামাজিক ও রাজনৈতিক নেতারা।
আয়োজক কমিটির সভাপতি শিউলি আক্তার বলেন, ‘এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল প্রবাসে থেকেও আমাদের ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরা এবং নতুন প্রজন্মকে এ বিষয়ে জানানো।’
দর্শনার্থী মোস্তাক আলী বলেন, ‘দেশের পরিবেশ ও সংস্কৃতি থেকে দূরে থাকলেও এই ধরনের উৎসব আমাদের বাংলাদেশের আবহ ও স্বাদ এনে দেয়। এটি আমাদের শিকড়ের সাথে সংযোগ স্থাপনের সুযোগ করে দেয়। এটা কেবলই একটি আয়োজন নয়, বরং প্রবাসীদের মিলনমেলার এক গুরুত্বপূর্ণ অংশ।’
অনুষ্ঠান শেষে আয়োজকেরা আগত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আগামী বছর পিঠা উৎসবকে আরও বড় আকারে আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে আশা ব্যক্ত করেন।