এনএসইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার আয়োজন ‘সেলিব্রেশন সোইরি’

এনএসইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (NSU AAA) নর্থ সাউথ ইউনিভার্সিটির তিন দশকের সাফল্য উদ্‌যাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আগামী ৮ জুন অস্ট্রেলিয়ার মেলবোর্নের সেইন্ট কিলডা টাইন হলে আয়োজন করতে যাচ্ছে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সেলিব্রেশন সোইরি’।

এনএসইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৯৩ সালে বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর থেকে এ উচ্চশিক্ষার প্রতিষ্ঠানের স্নাতকেরা গত তিন দশকে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানে নিজেদের অবস্থান সুনিশ্চিত করেছেন এবং দেশের উন্নয়নে অবদান রেখে এসেছেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির তিন দশকের কৃতিত্বকে সম্মান জানিয়ে এবং এর প্রাক্তন ছাত্রছাত্রীদের কৃতিত্বকে উদ্‌যাপন করতে এনএসইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া এ অনুষ্ঠান আয়োজন করতে পেরে গর্বিত ও আনন্দিত।

এনএসইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ায় বসবাসকারী নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক এবং কর্মীদের জন্য বিনোদন এবং নস্টালজিয়া পরিপূর্ণ একটি অবিস্মরণীয় সন্ধ্যা উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে ‘এভয়েড রাফা’ ব্যান্ডের রক স্টার রায়েফ আল হাসান-রাফা, গায়ক এবং এনএসইউর প্রাক্তন ছাত্রী এলিটা করিম এবং স্ট্যান্ড-আপ কমেডিয়ান নাভিদ মাহবুব অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মনোরঞ্জন করবেন। অ্যাবঅরিজিনাল এবং টরেস স্ট্রেইট দ্বীপবাসীর (অস্ট্রেলিয়ার প্রথম জনগোষ্ঠী) প্রবীণ ব্যক্তি (সম্প্রদায়ের নেতা) অনুষ্ঠানে অতিথি হিসেব উপস্থিত থাকবেন। এরপর তাদের ঐতিহ্যবাহী অ্যাবঅরিজিনাল আনুষ্ঠানিকতা মঞ্চায়ন করা হবে। এরপর অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রখ্যাত বাংলাদেশি শিল্পী, যাঁরা এনএসইউ প্রাক্তন ছাত্রছাত্রী, তারা মঞ্চে এসে নস্টালজিয়া এবং বন্ধুত্বের ছোঁয়া যোগ করবেন। অতিথিদের জন্য ‘ইয়োর লিল কুক’-এর সৌজন্যে একটি আকর্ষণীয় নৈশভোজের আয়োজন থাকবে। সেখানে শিশুদের দেখাশোনা এবং মনোরঞ্জনের জন্য থাকবে পেশাদার ও অভিজ্ঞ কেয়ারার, যাতে বাবা-মায়েরা অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে উপভোগ করতে পারেন।

‘সেলিব্রেশন সোইরি’ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি এনএসইউর প্রাক্তন ছাত্রছাত্রীদের দৃঢ় বন্ধন এবং কৃতিত্বের নিদর্শন। ভিক্টোরিয়া অস্ট্রেলিয়ার কনজ্যুমার অ্যাফেয়ার্সের নট-ফর-প্রফিট অ্যাসোসিয়েশন হিসাবে নিবন্ধিত এনএসইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া পেশাভিত্তিক, শিক্ষামূলক এবং ব্যক্তিগত উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তার সদস্যদের মঙ্গলের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাক্তন ছাত্রছাত্রীরা বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিদের থেকে পেশাভিত্তিক জ্ঞান অর্জন থেকে শুরু করে তাদের কর্মস্থলে চাকরির ব্যবস্থা এবং পেশাদার প্রশিক্ষণ ও কোচিংয়ে তাদের দক্ষতা বাড়ানোর সুযোগ পেয়ে আসছেন। এ প্ল্যাটফর্মে সদ্য আসা এনএসইইউর প্রাক্তন ছাত্রছাত্রীদের অস্ট্রেলিয়ায় আসার জন্য সার্বিক সহায়তা প্রদান করে, যার মধ্যে অন্যতম হলো এয়ারপোর্ট পিক-আপ, বাসস্থান খুঁজতে এবং বিদেশের মাটিতে প্রথম চাকরিটি পেতে সহায়তা করা ইত্যাদি।

www.nsuaa.org.au/celebration-soiree এই ওয়েবসাইট থেকে প্রাক্তন ছাত্রছাত্রীদের অনুষ্ঠানের টিকিট কেটে নিজের আসনটি সুনিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে আয়োজন কমিটি।