বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্নের বাস্তব রূপ দিচ্ছেন শেখ হাসিনা

অর্থনীতি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। দীর্ঘ ৯ মাস পাকিস্তান সেনাবাহিনী অমানবিক নির্যাতন, গণহত্যা চালিয়েও বাঙালিকে দাবিয়ে রাখতে পারেনি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে। তারপরও ষড়যন্ত্র থামেনি। জাতির জনক বঙ্গবন্ধুকেও নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের নামটিই মুছে দিতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। কিন্তু বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের সোনার বাংলা গঠনের স্বপ্ন বাস্তব রূপ পেতে চলেছে। ২০০৯ সাল থেকে শান্তি, প্রগতি ও সম্প্রীতির অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ সোনালি অধ্যায়ের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে।

১৩ বছরে মোট দেশজ পণ্য বা জিডিপির হার ৬ দশমিক ৬ শতাংশের নিচে কখনো নামেনি। ২০১৬-১৭, ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থবছরে জিডিপি ছিল ৭ শতাংশের বেশি। ২০১৮-১৯ অর্থবছরে ৮ শতাংশেরও বেশি ছিল জিডিপি। এমনকি কোভিড পরিস্থিতির মধ্যেও ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের জিডিপি ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ। ৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় বৃদ্ধির হার ৬ দশমিক ৩ থেকে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬ শতাংশ। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১-২৫), প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-২০৪১) এবং ডেল্টা প্ল্যান-২১০০ ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন চলছে।

জিডিপির বহর ৪ লাখ ৭২ হাজার ৩৩৮ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৯ লাখ কোটি টাকা। ২০০৫-০৬ সালে মাথাপিছু গড় আয় ৫৪৩ মার্কিন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮২৪ ডলার। মুদ্রাস্ফীতির হার ৫ থেকে ৬ শতাংশের মধ্যেই রয়েছে। দারিদ্রতার হার ৪১ দশমিক ৫ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ৫ শতাংশ। চরম দারিদ্র্যের হার কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৫ শতাংশ। গত বছর ২৩ আগস্ট বৈদেশিক মুদ্রা ভান্ডার ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল। এখনো সেটি ৪০ বিলিয়ন ডলারের কাছাকাছি রয়েছে। ২০০৫-০৬ সালের তুলনায় সরকারি বাজেটে অর্থ বরাদ্দ ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে। সামাজিক সুরক্ষায় তখনকার বরাদ্দ ২ হাজার ৫০৫ কোটি টাকা এখন বেড়ে হয়েছে ১ লাখ কোটি টাকার কাছাকাছি।

মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে আইনি বিরোধের চূড়ান্ত নিষ্পত্তির মাধ্যমে বাংলাদেশ তার আঞ্চলিক জলসীমায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের মালিকানা অর্জন করতে সক্ষম হয়েছে। সেই সঙ্গে পেয়েছে বঙ্গোপসাগরে একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল। সমুদ্রের নীল পানির কথা মাথায় রেখেই গৃহীত হয়েছে পরিপ্রেক্ষিত পরিকল্পনা ২০৪১।

ফ্যালকন-৯ ব্লক ৫ রকেট। এ রকেটে করেই মহাকাশে গেছে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট।

বাংলাদেশ একটি নিম্ন আয়ের দেশ থেকে সফলভাবে উত্তীর্ণ হয়েছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত পর্যায় অতিক্রম করেছে। ‘ভিশন ২০২১’ তাদের খাদ্য উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্যে স্বনির্ভর করে তুলতে সক্ষম হয়েছে। ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব। ৪ হাজার ৫৫০টি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন বা গভীর সমুদ্র তলদেশে অপটিক্যাল ফাইবার স্থাপন করতে আমরা সক্ষম হয়েছি। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ সফল হয়েছে। চালু হয়েছে মোবাইল ব্যাংকিং কার্যক্রম। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে ইন্টারনেট সেবা প্রদান সহজ হয়েছে। দেশে বর্তমানে প্রায় ১৭ কোটি মুঠোফোন ব্যবহার হচ্ছে।

মাতৃত্বকালীন মৃত্যুর হার ২০০৫ সালে প্রতি লাখে প্রসবে ৩৪৮ থেকে কমে বর্তমানে দাঁড়িয়েছে ১৬৫ এবং ৫ বছরের কম বয়সী মৃত্যুর হার ২০০৫ সালে ৬৮ থেকে ২০১৯ সালে প্রতি হাজারে ২৮-এ নেমে এসেছে। প্রসবকালীন দক্ষ স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি ২০০৪ সালে ১৫ দশমিক ৬ শতাংশ থেকে ২০১৮ সালে ৫৯ শতাংশে উন্নতি হয়েছে।

মেট্রোরেল

বাংলাদেশ সরকার একগুচ্ছ বড় ধরনের প্রকল্প হাতে নিয়েছে। পদ্মা সেতুর উদ্বোধন দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। ঢাকা বিমানবন্দর থেকে যাত্রাবাড়ীর কাছে কুতুবখালী পর্যন্ত মেট্রোরেল, কর্ণফুলী টানেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে শিগগিরই চালু করা হবে। পায়রা সমুদ্রবন্দর, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ আরও কয়েকটি বড় প্রকল্পের সমাপ্তি দেশের অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করবে।

শ্রীলঙ্কার মতো ঋণের ফাঁদে পা দিয়ে কিংবা দুর্নীতির শিখরে পৌঁছে দেশের অর্থনীতিকে দফারফা করার বদলে টেকসই পদক্ষেপ নিয়ে নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত রেখেছে বাংলাদেশ। কোভিড মহামারির ধাক্কা সামলাতেও খুব একটা বেগ পেতে হয়নি। বাংলাদেশ এখন গোটা দুনিয়ার ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ। ব্রিটিশ অর্থনীতি গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চের (সিইবিআর) মতে, এভাবে অগ্রগতি বহাল থাকলে ২০৩৫ সালে বাংলাদেশ হবে দুনিয়ার সেরা ২৫টি অর্থনীতির একটি। ইআরডি বা এন্ট্রি রিলেশনশিপসের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ ২০২১ অর্থবছরে ১ দশমিক ৯১ বিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে। ২০২১ সালের জুন পর্যন্ত বাংলাদেশের বকেয়া বৈদেশিক ঋণের পরিমাণ ৫০ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। আরও ৪৮ বিলিয়ন ঋণের বোঝা চাপবে।

জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর পদ্মা সেতু
ছবি: সাজিদ হোসেন

ইআরডির পরিসংখ্যান বলছে, সামগ্রিক ঋণ পরিশোধের পরিমাণ দাঁড়াবে ২২ সালে দাঁড়াবে ২.৫, ২৩ সালে ২.৭, ২৪ সালে ৩.২৮ এবং ২৫ সালে ৪.২ বিলিয়ন ডলার। বাংলাদেশকে ২০২৭, ২০২৮ এবং ২০২৯ সালে প্রচুর চাপ মোকাবিলা করতে হবে। কারণ, এই তিন অর্থবছরে ঋণ পরিশোধের পরিমাণ কমপক্ষে ২ দশমিক ৫ বিলিয়নে পৌঁছাবে। এ ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা ২০৩৩ পর্যন্ত অব্যাহত থাকবে।
শুধু অর্থনীতির ক্ষেত্রেই নয়, জঙ্গিবাদ দমনেও সরকার সফল হয়েছে। এ ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি বাস্তবায়িত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ উদ্যোগের কারণে দেশে নাশকতার হার অনেক কমেছে। বঙ্গবন্ধুর প্রবর্তিত পররাষ্ট্রনীতি—‘সবার প্রতি বন্ধুত্ব, কারও সঙ্গে বিদ্বেষ নয়’—প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনুসরণ করেছেন। তবে বাধা কম আসেনি। জন্মলগ্ন থেকেই পাকিস্তান বা তাদের বন্ধু দেশগুলো চায়নি এই উন্নয়ন। তাই তারা জাতির জনককে হত্যা করেছিল। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে অসীম সম্ভাবনার দিকে এগিয়ে চলেছে লাল-সবুজের দেশ। ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সংকটের মধ্যেও বঙ্গবন্ধুর সোনালি স্বপ্নকে বাস্তব চেহারা দিতে বদ্ধপরিকর তাঁর কন্যা। তাই শত বাধা পেরিয়ে সমৃদ্ধির দিকে এগিয়ে চলেছে উন্নততর বাংলাদেশ।

  • লেখক: প্রিয়জিৎ দেবসরকার, গবেষক ও লেখক, যুক্তরাজ্য