সিডনিতে লেবার পার্টির সঙ্গে বাংলাদেশিদের মতবিনিময়

অনুষ্ঠানের একাংশ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রাজধানী সিডনির রাজ্য নিউ সাউথ ওয়েলসের আসন্ন রাজ্য সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ মার্চ। আর এই নির্বাচনকে কেন্দ্র করে সংসদ সদস্যপ্রার্থীরা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করে।

১০ মার্চ সিডনির প্যারাম্যাটায় দেশটির বর্তমান সরকার দল লেবার পার্টির সাতজন সংসদ সদস্য পদপ্রার্থী এই সভায় উপস্থিত হন।

সভায় বাংলাদেশিদের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণে আরও আগ্রহী হতে উৎসাহিত করেন তাঁরা। এ ছাড়া অভিবাসন খাতে বাংলাদেশিদের নিয়ে লেবার পার্টির আগামীর পরিকল্পনাও তুলে ধরেন সংসদ সদস্য পদপ্রার্থীরা।

সভায় ছায়ামন্ত্রী স্টিফেন ক্যাম্পার, ক্যান্টারবেরির সংসদ সদস্য সফি কোটসিস, ব্যাঙ্কস টাউনের সংসদ সদস্য জিহাদ দীব, প্যারাম্যাটা কাউন্সিলের মেয়র ডোনা ডেভিস, রাইডের সংসদ সদস্য পদপ্রার্থী লিন্ডাল হাউসন, ওটলির সংসদ সদস্য পদপ্রার্থী এশ এম্বিহাইপাহার এবং সংসদের উচ্চকক্ষের লেবার মনোনীত বাংলাদেশি বংশোদ্ভূত রিজওয়ান চৌধুরী সিডনির বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে অনেক সিডনিপ্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

তার মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশি লেবার নেতা শফিকুল আলম, পরিচয় করিয়ে দেন সাজ্জাদ সিদ্দিকী এবং পরিচালনা করেন আবদুল্লাহ আল নোমান শামীম।