‘মুজিব: একটি জাতির রূপকার’—বঙ্গবন্ধুর জীবনের অনেক অজানা তথ্য উন্মোচিত হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর জীবনের অনেক অজানা তথ্য উন্মোচিত হয়েছে। বৈশ্বিক কূটনীতির প্রাণকেন্দ্র সুইজারল্যান্ডের জেনেভা শহরে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা গত রোববার (১৬ জুন) এ কথা বলেন।
বিষয়বস্তু, নির্মাণশৈলী ও দর্শকপ্রিয়তার বিবেচনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি ১৯তম জেনেভা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য মনোনীত হয়।
প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল এ চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর শৈশব, রাজনৈতিক জীবন ও দর্শন, সর্বোপরি, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ক্যারিশমাটিক নেতৃত্ব অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ইতিহাসের এই মহানায়কের বায়োপিক বিদেশের মাটিতে প্রদর্শনে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জেনেভা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজকদের, বাংলাদেশ স্থায়ী মিশন এবং আয়োজক সহযোগীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক আমন্ত্রিত অতিথিদের সঙ্গে বসে চলচ্চিত্রটি উপভোগ করেন।
বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তা, উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে থিয়েটার হলটি ছিল কানায় কানায় পূর্ণ। জেনেভায় ঈদের দিন এ চলচিত্র প্রদর্শনীতে প্রবাসীদের ঈদের আনন্দ উৎসবে এক নতুন মাত্রা যোগ করে। প্রদর্শনী শেষে দর্শকেরা এ ধরনের চলচ্চিত্র প্রদর্শন বিদেশে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ভবিষ্যতে বাংলাদেশ মিশন সাংস্কৃতিক কূটনীতির এ ধারা অব্যাহত রাখবে বলে কমিউনিটি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি