বাহরাইনে উৎসবমুখর পরিবেশে ৫১তম বিজয় দিবস পালিত

দেশের সমৃদ্ধি, জাতির পিতার পরিবারের সব সদস্য, সব মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাযুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হচ্ছে
ছবি: দূতাবাসের সৌজন্যে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে যথাযথ মর্যাদায় বাংলাদেশের ৫১তম মহান বিজয় পালিত হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার সকাল পৌনে নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা–কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের নেতারা। পরে দূতাবাসের মিলনায়তনে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত। দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েসের পরিচালনায় সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন শাহরিয়ার মোনেম।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে কাউন্সিলর ও দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) ইলিয়াসুর রহমান, প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমান, তৃতীয় সচিব তাসির উদ্দিন। দেশের সমৃদ্ধি, জাতির পিতার পরিবারের সব সদস্য, সব মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাযুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত হয়। দোয়া পরিচালনা করেন দূতাবাসের আইন সহকারী নাজমুল হাসান।