বাহরাইনে কূটনীতিকদের সম্মানে সংবর্ধনা ও নৈশভোজ
বাহরাইনে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অত্যন্ত জাঁকজমকপূর্ণ সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করেছিল বাংলাদেশ দূতাবাস বাহরাইন। গত ২৬ মার্চ পবিত্র রমজান মাস থাকায় এ অনুষ্ঠানটি গত রোববার (৭ মে) অনুষ্ঠিত হয়। ডিপ্লোম্যাট রেডিসন ব্লুর দ্য গ্র্যান্ড অ্যাম্বাসেডর হলে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতিসহ দেশের বর্তমান চিত্র অত্যন্ত সাবলীলভাবে প্রদর্শন করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও তাঁর সহধর্মিণী দূতাবাসের সব কর্মকর্তাদের নিয়ে আসা অতিথিদের অভ্যর্থনা জানান।
এ সময় বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রদূত বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) শেখ আবদুল্লাহ বিন আহমেদ বিন আবদুল্লাহ আল খালিফাসহ সব কূটনৈতিকদের সঙ্গে নিয়ে কেক কাটেন।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করেন।
বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীসহ বাহরাইনের রয়েল ফ্যামিলির সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা এবং ব্রিটিশ, জাপানি, ফিলিপাইন, ভারতীয় রাষ্ট্রদূতসহ উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকেরা অনুষ্ঠানটি উপভোগ করেন। পরিশেষে রাষ্ট্রদূতের আমন্ত্রণে আসা অতিথিরা নৈশভোজে অংশগ্রহণ করেন।