বনভোজনের বর্ণিল আনন্দে মাতোয়ারা ক্যাম্বেলটাউন বাংলা স্কুল

ছেলেদের বেলুনদৌড় প্রতিযোগিতার মুহূর্ত

অস্ট্রেলিয়ার ক্যাম্বেলটাউন বাংলা স্কুল মাতৃভাষা ও বাংলা সংস্কৃতি প্রচার এবং প্রসারের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব ও আত্মিক বন্ধনের মানসিকতা পোষণ করে। বাংলা স্কুল বিশ্বাস করে, এই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই একটি অভিন্ন পরিবার। আর তাই স্কুলের নিয়মিত কর্মকাণ্ডের বাইরে শহরের কোলাহল দূরে গিয়ে পরিবারসহ বনভোজন করার রেওয়াজ বাংলা স্কুলের বহু পুরোনো।

অবসর সময়টা কেটেছিল দল বেঁধে বুশ ওয়াক করে

গত ২৭ অক্টোবর গেলসটন রিক্রিয়েশন রিজার্ভের প্রাকৃতিক শোভামণ্ডিত স্থানে এবারের বনভোজন আয়োজিত হয়। বনভোজনে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, কার্যকরী কমিটির সদস্য এবং স্কুলঘনিষ্ঠ ব্যক্তিরা যোগদান করেন। সকাল নয়টায় বনভোজনের বাসটি স্কুলগেট থেকে ছেড়ে যায়। পথে বনভোজনের দলটি ফেয়ারফিল্ড অ্যাডভেঞ্চার পার্কে প্রাতরাশ সেরে নেয়। সকাল সাড়ে ১০টায় বনভোজনের বাস বনভোজনস্থলে পৌঁছায়। সেখানে চা পান শেষে সবাই নিজেদের মধ্যে ঘুরে–বেরিয়ে, গল্প করে আনন্দমুখর সময় কাটায়।

দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত দুপুরের খাবার পরিবেশন করা হয়। বিশিষ্ট রন্ধনশিল্পী ওলিউর রহমানের প্রস্তুতকৃত অত্যন্ত উপাদেয় খাবার সবাই তৃপ্তিসহকারে উপভোগ করে। মধ্যাহ্নভোজের পর ছাত্রছাত্রী ও বনভোজনে অংশ নেওয়া সবাই একটি আকর্ষণীয় পর্বে অংশ নেয়। চমকপ্রদ বিভিন্ন খেলায় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পর্বটি প্রত্যেকের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

বাসযাত্রা বনভোজনের আনন্দ বাড়িয়ে দিয়েছিল

বিকেলের চা চক্র শেষে আগামী দিনে আরও বড় পরিসরে বনভোজন করার প্রত্যাশা নিয়ে বাংলা স্কুলের দলটি বাড়ির পথে ফিরে আসে। প্রসঙ্গত, ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ধর্মবর্ণ–নির্বিশেষে সব বাংলাভাষীর জন্য উন্মুক্ত থাকে।

বনভোজনের অবসরে জন্মদিন উদ্‌যাপিত