বসন্তের ক্রান্তিলগনে
আজ বসন্তের এই ক্রান্তিলগনে,
হীমশীতল ধরণি তুষার বরিষণে।
অঝোরে ঝরিয়ে শুভ্র বরফের তুলো,
মেঘবালিকারা যেন হুরপরি হলো।
ক্ষণিকের জন্যে নাহয় হলো এই বরিষণ,
প্রাকৃতিক দৃশ্যের দেখা কদাচিৎ মেলে এমন।
ভালো লাগে বেঁচে থাকার সুখানুভূতিতে,
হোক না বসন্তের আগমন আজ কিছু দেরিতে।
ফুটুক না ফুল গুলবাগিচায় ধীর–মন্থর গতিতে,
হ্রদের জলে লাগুক দোলা শান্ত ঢেউয়ের দোলাতে।
শীতের আমেজ থাকুক নাহয় আর কটা দিন,
ধীরে ধীরে হোক ধরণি বসন্তের রঙে রঙিন।
যাবার কালে শীত আবারও আরেকবার,
জড়িয়ে গেল বসুন্ধরা শুভ্র চাদরে তার।
শেষ বরিষণ হলো প্রাকৃতিক নয়নাভিরাম,
দেখে দেখে পুলকিত আজ হৃদয় অবিরাম।
টিউলিপের চারাগুলো তুষারে উঠেছে নেয়ে,
নবপল্লবের কুঁড়িগুলো বিস্ময়ে রয়েছে চেয়ে।
উষ্ণতার পরশে শীঘ্রই যাবে এই তুষার গলে,
বিদায় নিয়ে শীতও তখন ফিরে যাবে চলে।
বসন্ত জেগে উঠুক রঙে রঙে ভুবন মাতিয়ে,
পাখিদের কলতানে ফুলে ফুলে সাজিয়ে।
বিদায়বেলায় তুষারের শেষ কুঁচিটুকু যাক মুছে,
রঙের আবিরে রাঙিয়ে বসন্ত আসুক প্রকৃতির কাছে।
‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]