সিডনিতে বৈশাখী মেলা অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল বৈশাখী মেলা। ২১ এপ্রিল সিডনির বাঙালি-অধ্যুষিত এলাকা লাকেম্বার পার্শ্ববর্তী ওয়ালি পার্কে বসে এ মেলা। দিনব্যাপী আয়োজিত এ মেলায় প্রচুর বাংলাদেশির সমাগম ঘটে। মেলার শুরু থেকেই উপস্থিত দর্শকদের মধ্যে বাঙালিয়ানা আমেজ ফুটে ওঠে। মেলার সাংস্কৃতিক আয়োজনে নানা বয়সী শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন মেলায় আসা লোকজন।
মেলার মূল আকর্ষণের মধ্যে ছিল দেশীয় পণ্যের বিভিন্ন স্টল। এ ছাড়া বাঙালির ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয় মেলা প্রাঙ্গণে। এর মধ্যে দেশি-বিদেশি খাবারের স্টলে ভিড় ছিল ভোজন রসিক বাংলাদেশিদের। সব মিলিয়ে বাংলাদেশের মতো করে প্রবাসে বাঙালির ঐতিহ্য বৈশাখী মেলা উদ্যাপন করতে পেরে আনন্দের কথা জানিয়েছেন মেলায় আসা প্রবাসী বাংলাদেশিরা।
অন্যদিকে বৈশাখী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের ডাকসাইটে মন্ত্রী, সংসদ নেতা টনি বার্ক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডনির কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সংসদ সদস্য মার্ক কোরে, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র ইব্রাহীম খলিল, কাউন্সিলর সাজেদা আখতার, লেবার পার্টির রেজওয়ান চৌধুরী, ইফতেখার উদ্দিন ইফতু প্রমুখ।
আয়োজক সংগঠন গাংচিল মিউজিকের কর্ণধার তাবু সঞ্জয় বলেন, এখন থেকে প্রতিবছর ১ বৈশাখের কাছাকাছি সময়ে এখানে আরও বড় পরিসরে এই মেলার আয়োজন করব।