বাংলাদেশ অ্যাসোসিয়েশন নর্থ ইস্ট স্কটল্যান্ডের সমাবেশ আয়োজন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন নর্থ ইস্ট স্কটল্যান্ড (বিএএনইএস–BANES) সম্প্রতি (২৭ অক্টোবর) আরডো হাউস হোটেল ও স্পাতে সদস্য সমাবেশের আয়োজন করেছিল। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে সম্মানিত অতিথি, বিশিষ্টজনসহ এবারডিন, এবারডিনশায়ার, এডিনবরা ও গ্লাসগো থেকে ৩০০ জনের বেশি বাংলাদেশি অংশ নেন।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাইকমিশনার জিয়াউল হাসানসহ দূতাবাসের কর্মকর্তারা, এবারডিনের লর্ড প্রভোস্ট ডেভিড ক্যামেরন, কাউন্সিল লিডার তৌকির মালিক, কাউন্সিলর ও প্রাক্তন লর্ড প্রভোস্ট বার্নি ক্রকেট, কাউন্সিলর নুরুল হক আলীসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। বিএএনইএসের সেক্রেটারি আতিক মিয়া অনুষ্ঠানের সঞ্চালনা করেন। সভাপতি নূর আহমেদ সাদিক মিয়া, আতিক মিয়া ও অন্য সম্মানিত অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য দেন। সাবেক বিএএনইএসের নেতারা সৈয়দ আবদুর রাজ্জাক, শফিকুল হক ও লুথফুল হক চৌধুরীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বার্নি ক্রকেট তাঁর বক্তব্যে সংগঠনের দীর্ঘমেয়াদি কমিউনিটি উন্নয়নে অবদানের প্রশংসা করেন এবং তৌকির মালিকসহ কাউন্সিলের পক্ষ থেকে ভবিষ্যতে সংগঠনের উন্নয়নে সম্পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেন।

আতিক মিয়া উদ্বোধনী বক্তব্যে বিএএনইএসের নতুন নির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। ১৯৭৯ সালে বিএএনইএসের প্রতিষ্ঠাতা প্রবীণ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নতুন নির্বাহী কমিটি ২০২৪ সালের সেপ্টেম্বরে গঠিত হয়, যা দুটি কমিউনিটি মিটিংয়ের পর অনুষ্ঠিত হয়েছিল গত ১১ ও ২৫ আগস্ট ক্রাউন টেরেস মসজিদে ১১ সদস্যের অ্যাডহক কমিটির শফিকুল হক সাহেবের সভাপতিত্বে।

সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল শিশুদের শিক্ষাগত সাফল্যের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যেখানে কমিউনিটির তরুণ মেধাবীদের একাডেমিক সাফল্যের জন্য সম্মানিত করা হয়।

এ ছাড়া ম্যানচেস্টার থেকে আসা সহকারী হাইকমিশনের দল উপস্থিত সদস্যদের পাসপোর্ট-সংক্রান্ত কনস্যুলার সেবা প্রদান করে, যেখানে কাউন্সিলর নুরুল হক আলী, প্রশাসনিক সদস্য ফাহিম আহমেদ রবিন ও সাইদুর রহমান সেবাটি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানে অতিথিদের জন্য ছিল খাবার ও প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পী খন্দকার তানবির বাবু, মৌসমী ও বিএএনইএসের সভাপতি নূর আহমেদ গান পরিবেশনা করেন।

বিএএনইএসের স্পনসরদের মধ্যে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় লাইট অব বেঙ্গল, ওয়াইল্ড জিঞ্জার, এ অ্যান্ড আর প্রসেস ডিজাইন লিমিটেড, লাসান, জুলুস, রাজপুত, এ২জেড অ্যাকাউন্টিং, মনসুনা, বিসি মর্টগেজ, ইস্তানবুল, ইন্ডিয়ান গার্ডেন, নুরুল হক আলী ও শাহজাহান সিরাজকে। অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয় এক্সিকিউটিভ কমিটির সদস্য আব্বাস উদ্দিন সুজন, ছাদিকুর রহমান, রহমত আলী, সৈয়দ আজিম, জাকির হোসেন, রফিকুল ইসলাম ও মঈনুল কবিরকে। বিজ্ঞপ্তি