না প্রবাল না শৈবাল

অলংকরণ: মাসুক হেলাল

তুমি দিব্যি আছ ওপারে

 আমি এপারে

 কখনো কখনো ভুলে যাই তোমার ছবি

 নতুন স্বাদ জাগে, আবার দেখি

 কখনো ফুরায় আবেগ, কখনো তুমি।

অভিযোগ আমারও ছিল

 অর্বাচীন আমি একা নই

 যা কিছু ভুল তার কালো অধ্যায় আমার একার নয়

 বলতে পার এ এক নতুন ভোরের সূর্যোদয়

 নিকষ কালো অন্ধকার, অমানিশার নেশা।

 তুমি কখনো পূর্ণিমার চাঁদ, কখনো অমাবস্যার

 তবে তুমি শিশির কণা এখনো

 অদ্ভুত রোমাঞ্চ এক,

 তুমি আজও এক সবুজ ক্যানভাস

 আমার ব্লেজারে আতরের দাগ, সুঘ্রাণ

 কখনো তুমি ইস্তাম্বুলের রঙিন গল্প

 কখনো বঙ্গোপসাগরের ডুবন্ত প্রায় সান্ধ্যসূর্য,

 কখনো তুমি নিজ থেকেই বানানো লাগাতার মিছিল,

 তুমি মূলত এক অ্যাবস্ট্রাক্ট অর্কিড, 

 তুমি আছ, এই তুমি নেই

 এ রকম প্যারালাল ইউনিভার্স তুমি

 অনেকটা গ্রানাইড পাথরের মতো

 প্রশস্ত তোমার উচ্চারণ, তোমার কণ্ঠস্বর,

 তুমি অর্ধেক প্রবাল

 অর্ধেক সেন্ট মাটিনের বালুকা দ্বীপ,

 তুমি দারুচিনির প্রবাল

 বহুধাবিভক্ত তুমি এক শৈবাল।

 **দূর পরবাসে লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল অ্যাড্রেস [email protected]