মা আমার মনের নিবিড়ে
১২ মে মা দিবস হিসেবে পালিত হয়। প্রবাস থেকে পাঠানো পাঠকের লেখা থেকে বাছাই করা লেখা প্রকাশিত হচ্ছে দূর পরবাসে।
আমার মনের নিবিড়ে যেথা,
তুমি আছো মা আমার সত্তার সাথি হয়ে।
তোমাকেই খুঁজে পাই সেথা,
তুমি আমাতে রয়েছো চিরকাল জড়িয়ে।
স্নেহ বন্ধনের এক কুহক,
করেছে আবদ্ধ, যদিও এ ভূবনে।
সময়ের নিয়ম করে চুরি,
দৃষ্টি-আড়াল তোমার মুখ, অদৃশ্য নয়নে।
তবুও আমার মানসপটে,
সদাই জীবন্ত তুমি, হয়নি নিষ্প্রভ।
পারেনি তোমায় মুছে দিতে
তোমার অস্তিত্ব, এক অবিচল অনড় স্তম্ভ।
আমার জীবনের অমূল্য এক-
লালিত অংশ, তোমার হাসি মুখ-জোছনা।
হৃদয় ছন্দে সুরে খচিত,
শুক্তি রত্নে গাঁথা যত স্মৃতির মন্থনা।
তুমি আমার আত্মায় খুদেছ,
এক প্রেমময় সকাশ অনুভবের পুরীতে।
যেথা প্রতিক্ষণ আমার বিচরণ,
সময়ের আবরণ অতিক্রম করে নিশ্চিন্তে।
লেখক: জাকিয়া রহমান (ইসমেত জাকিয়া রহমান), ইমিরিটাস আধ্যাপক ও গবেষক, লিমেরিক বিশ্ববিদ্যালয়, লিমেরিক, আয়ারল্যান্ড।
দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল অ্যাড্রেস: [email protected]