নতুন দিগন্তের মাইলফলকে বাংলাদেশ

মেট্রোরেল
ফাইল ছবি

স্বপ্ন নাকি বাস্তব, তা সত্যি এক অসাধারণ বার্তা বাংলাদেশের জনগণের জন্য। আধুনিক উন্নত বিশ্বে মেট্রোরেল ছাড়া একটা দেশের অবকাঠামো কতটা উন্নত কিংবা শক্তিশালী, তা বিশ্বাসই করা যায় না। কিছুদিন আগেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছিল যে দেশটি, তারই ধারাবাহিকতায় ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনীর মাধ্যমে বাংলাদেশ আধুনিক বৈদ্যুতিক ইঞ্জিন চালিত মেট্রোরেলের যুগে প্রবেশ করল।

মেট্রোরেল চলতে গিয়ে যা করণীয় এবং বর্জনীয়, তা সবার জেনে রাখা অত্যন্ত জরুরি। কিছু নিয়মানুবর্তিতা সবাইকে সহযোগী করে তুলবে, তার মধ্যে ধূমপান অন্যতম। ধূমপায়ী ব্যক্তিদের মেট্রোস্টেশনের ভেতরে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।

বয়স্ক, বাচ্চা কিংবা অসুস্থ অন্তঃসত্ত্বা নারীদের সহযোগীমূলক আচরণের মাধ্যমে প্রাধান্য দিতে হবে। যেহেতু বিদ্যুৎ-চালিত যান, সেহেতু মেট্রোস্টেশনের ভেতরে সব যাত্রীকে সর্বদা সতর্ক অনুযায়ী চলাফেরা করতে হবে। মেট্রোরেল স্টেশনে টিকিট কেটে যেখানে-সেখানে না ফেলে যথাস্থান ব্যবহার করা সবার করণীয়।

স্বাধীনতার ৫১তম বছরে এসে নবযুগে প্রবেশ করেছে বাংলাদেশ। মেগা প্রকল্প বাস্তবায়ন যে কতটা আনন্দের, তা আজ দেশের জনগণ সত্যিই উপলব্ধি করছে। মেট্রোরেল উদ্বোধনে যানজট সমস্যা অনেকটা নিরসনের পথে এগিয়ে গেল বাংলাদেশ।

দেশের জনগণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কোটি প্রবাসীর স্বপ্ন ও দেশের উন্নয়ন। এখন বহির্বিশ্বের মানুষ জানবে আমাদের স্বপ্নের মেট্রোরেল, পদ্মা সেতু কিংবা কর্ণফুলী টানেলের মতো হাজারো উন্নয়নের গল্প। যার ফলে বিশ্ব ভ্রমণপিপাসুদের মনে কৌতূহল কিংবা আগ্রহ জাগবে আমাদের দেশ কখন ভ্রমণ করবেন, সে জন্য।