টরন্টোতে কৃষ্ণ-উৎসব ২ সেপ্টেম্বর

আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে আগামী ২ সেপ্টেম্বর, টরন্টোতে কৃষ্ণ-উৎসবের আয়োজন করা হয়েছে। অন্টারিওতে শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে থাকবে আলোচনা, সংগীত, নৃত্য, কবিতাসহ আরও অনেক কিছু।

অনুষ্ঠান পরিচালনায় থাকবেন নন্দিত দুই লেখক ও উপস্থাপক চয়ন দাস এবং দেবাঞ্জনা মুখার্জি ভৌমিক।

অনুষ্ঠানে ‘জ্ঞানগ্রন্থ গীতা’ শিরোনামে আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট চিন্তক ও লেখক আকবর হোসেন এবং ‘পশ্চিমা সাহিত্যে ভগবদগীতার প্রভাব’ বিষয়ে কথা বলবেন গবেষক সুজিত কুসুম পাল।

আয়োজকদের পক্ষে অসীম ভৌমিক জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বাঙালি সমাজের সঙ্গে সম্পৃক্ত মূলধারার গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

কৃষ্ণ নিয়ে সংগীত পরিবেশনায় থাকবেন সোনালী রায়, সুভাষ দাশ, মমতাজ মমতা, রুমা হক ও রীতা চক্রবর্তী। অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করবেন বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের শিল্পীরা। এ ছাড়া দুই কিশোরী শিল্পী তানিশা ভৌমিক এবং কনিনিকা দত্ত কৃষ্ণ-সংগীত পরিবেশন করবে। বিশিষ্ট তবলাশিল্পী অঞ্জন ঘোষ অনুষ্ঠানজুড়ে তবলায় বোল ফোটাবেন।

অনুষ্ঠানজুড়ে মাঝেমধ্যে থাকবে শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষা কেন্দ্র করে নৃত্য পরিবেশনা। বিপ্লব কর পরিচালিত নৃত্যকলা কেন্দ্রের শিল্পীরা, চিত্রা দাস পরিচালিত নৃত্য ঝংকার একাডেমির শিল্পীরা, পারমিতা তিন্নি পরিচালিত তারানা পারফর্মিং আর্টসের শিল্পীরা এবং অনিন্দিতা রায় নৃত্য পরিবেশনায় অংশ নেবেন।

কৃষ্ণ–উৎসবে আকর্ষণীয় কুইজ পর্ব থাকবে। শ্রীকৃষ্ণের পরিবার, ইতিহাস, দর্শন, সৃষ্টি ইত্যাদি প্রশ্ন থাকবে এ পর্বে। অংশ নিতে পারবে ৭ থেকে ১৬ বছর বয়সী কিশোর–কিশোরীরা। থাকবে আকর্ষণীয় পুরস্কার।

অন্যতম আয়োজক প্রতিমা সরকার জানিয়েছেন, কুইজ পর্বটি পরিচালনা করবেন কমিউনিটির প্রিয় মানুষ জ্যোতি দত্ত পুরকায়স্থ।

কৃষ্ণ-সাহিত্য থেকে পাঠে যে নন্দিত বাচিক শিল্পীরা অংশ নেবেন, তাঁরা হলেন শেখর গোমেজ, জোয়াকিম ভিক্টর গোমেজ, সামিনা চৌধুরী, কামরান করিম, এলিনা মিতা, বিপ্লব সোম ও তাসমিনা খান। পাঠ-পর্বটি পরিচালনা করবেন অপূর্ব রায়।

মঞ্চে কৃষ্ণকে উপস্থাপন করবেন অনুপ সেনগুপ্ত। ছোট কৃষ্ণ ও অর্জুনের ভূমিকায় থাকবে সার্বভৌম রায় মজুমদার ঋদ্ধি ও অর্ঘ ধর।

আয়োজক কমিটির আরেক সদস্য সুশীতল সিংহ চৌধুরী জানান, কমিটির পাঁচ সদস্য কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ সঙ্গে নিয়ে এই আয়োজন সফল করতে কাজ করে চলেছেন।  

স্কারবোরোর বার্চমাউন্ট রোডে অবস্থিত টরন্টো দুর্গাবাড়িতে অনুষ্ঠেয় এ আয়োজন শুরু হবে বিকেল পাঁচটায়। আয়োজকদের পক্ষে সুব্রত কুমার দাস জানিয়েছেন, এ আয়োজন চলবে রাত ১০টা পর্যন্ত। সবার জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে বলেও তিনি জানিয়েছেন। জাতি–ধর্মনির্বিশেষে সবাইকে এই মহতী আয়োজনে সম্পৃক্ত হতে আহ্বান জানিয়েছেন তিনি।