জার্মানির ফ্রাঙ্কফুর্টে দেশ বাংলা স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জার্মানির ফ্রাঙ্কফুর্টে দেশ বাংলা স্কুলের উদ্যোগে প্রবাসীদের উপস্থিতিতে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভাষাশহীদদের স্মরণ করে শহীদ মিনারে ফুল দিয়ে সম্মান জানান প্রবাসীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ অনুষ্ঠানে স্কুলের পরিচালক মিঠু কবির স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন ইয়াছমিন জাবেদা মীর, দেশাত্মবোধক সংগীত পরিবেশ করেন প্রবাসী শিল্পী আবদুল মুমিন, নিম্নি কাদেরসহ আরও অনেকে। বাংলা স্কুলের ছোট ছেলেমেয়েদের একুশের কবিতা পাঠ ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। বাংলাদেশের ময়ূরপঙ্খী প্রকাশনার প্রধান নির্বাহী মিতিয়া ওসমানের পক্ষে বাংলা স্কুলের শিশুশিক্ষার্থীদের বই উপহার দেন শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক হাবিব বাবুল।

মিঠু কবির আগামী দিনে স্কুলের কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা ঘোষণা দেন ও সবার সহযোগিতা চান। বাংলা ভাষাকে আগামী প্রজন্মের মাঝে ধরে রাখতে নিরন্তর কাজ করবেন বলে অঙ্গীকার করেন। তিনি দেশ স্কুলের বাংলা ভাষার শিক্ষিক এ্যানি সেলিম, শারমিন রনি, সুপ্রভাত ও মিতা দত্তকে বিশেষ অভিনন্দন জানান ফ্রাঙ্কফুর্টে নতুন প্রজন্মকে বাংলা ভাষা শেখানোর জন্য।

**দূর পরবাসে লেখা ও ছবি পাঠাতে পারেন [email protected]–এ।