‘চায়না ইন মাই আইস–নিংশিয়া’ সেমিনারে বাংলাদেশি শিক্ষার্থীরা

চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘চায়না ইন মাই আইস–নিংশিয়া’ শীর্ষক সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের উদ্দেশ্য হলো, চীন এবং অন্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রচার করতে চীনকে আরও সত্য, ব্যাপক ও বস্তুনিষ্ঠভাবে বোঝা।

৮ সেপ্টেম্বর বিকেলে সেমিনারটি উত্তর-পশ্চিম চীনের মুসলিম–অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইনছোআন শহরে অনুষ্ঠিত হয়।

ফরেন অ্যাফেয়ার্স অফিস অব দ্য পিপলস গভর্নমেন্ট অব নিংশিয়া হুই অটোনমাস রিজিয়নের সহযোগিতায় সেমিনারটি আয়োজন করে দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস। সেমিনারে উদ্বোধনী বক্তব্য দেন দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের সভাপতি অ্যাম্বাসেডর লিন সংথিয়ান।

এশিয়ান, আফ্রিকান এবং লাতিন আমেরিকার কূটনৈতিক দূত, যুব প্রতিনিধি, চীনে বহুজাতিক কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ও মিডিয়া প্রতিনিধিরা এ সেমিনারে অংশ নেন। তাঁরা নিংশিয়ার দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন, ডেটাবেইজ ব্যবস্থাপনা, উদ্ভাবনী ধারণা ও ডিজিটাল অর্থনীতি নিয়ে সেমিনারে কথা বলেন।

সেমিনারের আগে ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিনিধিরা নিংশিয়ার উন্নয়ন কার্যক্রম এবং অন্যান্য সাইট পরিদর্শন করেন, যাতে নিংশিয়ার উন্নয়নের বাস্তব অভিজ্ঞতা অর্জন করে নিজ দেশের উন্নয়ন কার্যক্রমে কৌশলগুলো প্রয়োগ করতে পারেন।

চিয়াংশি ইউনির্ভাসিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকসের পিএইচডি গবেষণার সুবাদে আমারও সেমিনারে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল।