হ্যামট্রাম্যাক সিটির মেয়র আমির গালিবকে রাষ্ট্রদূত হিসেবে বেছে নিলেন ট্রাম্প

আমির গালিব গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সমর্থনে মিশিগানে বিভিন্ন প্রচারে অংশ নেন।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির মেয়র আমির গালিবকে গত শুক্রবার কুয়েতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নির্বাচন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমির গালিব গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সমর্থনে মিশিগানে বিভিন্ন প্রচারে অংশগ্রহণ করেন। এ সময় দুজনকে খুব কাছাকাছি দেখা যায়। ইয়েমেনি বংশোদ্ভূত আমির গালিব ২০২১ সালের মেয়র নির্বাচনে হ্যামট্রাম্যাক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হন।

হ্যামট্রাম্যাক শহরের অধিকাংশ মানুষই অভিবাসী এবং যুক্তরাষ্ট্রের অন্যতম মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর। এ শহরের সিটি কাউন্সিলের মেম্বর সবাই মুসলিম—এ সংবাদ ইতিমধ্যেই সংবাদ শিরোনাম হয়েছে। গাজা যুদ্ধের কট্ট্রর সমালোচক ছিলেন আমির গালিব। তাঁর মনোনয়নের ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিবৃতিটি দিয়েছেন, তাতে তিনি লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমির গালিব কুয়েতে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হবেন। মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির মেয়র আমির গালিব মিশিগানে আমাদের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করেছেন। আমির রস ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে এমডি ডিগ্রি অর্জন করে একজন গর্বিত স্বাস্থ্যসেবা পেশাদার হিসেবে সেবা করে যাচ্ছেন। আমি জানি, তিনি তাঁর নতুন ভূমিকায় আমাদের দেশকে আরও গর্বিত করবেন। অভিনন্দন আমির।’ তবে আমির গালিব নতুন নিয়োগের ব্যাপারে এখনো কোনো বিবৃতি দেননি। তবে তাঁর এই নতুন নিয়োগের খবরে হ্যামট্রাম্যাক শহরে তাঁর অনুসারীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।