বাংলাদেশি হিন্দু অ্যাসোসিয়েশনের উদ্যোগে লিসবনে পালিত দুর্গোৎসব

পর্তুগালের রাজধানী লিসবনে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে হিন্দুদের দুর্গাপূজা। ৪ অক্টোবর লিসবনে বাংলাদেশি হিন্দু অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী দুর্গাপূজা উদ্‌যাপিত হয়। এদিন সকাল ৯টায় পূজা, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বণ্টনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। পরে আরতি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে দশমী পূজার মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।

পূজায় লিসবনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ দূতাবাসের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ভারত দূতাবাসের দ্বিতীয় সচিব প্রিতম শিবামুর্তি ও নেপালের দ্বিতীয় সচিব গিরিজা সুবেদীসহ আরও অনেকেই।

রাষ্ট্রদূত এ সময় প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে সবাইকে মিলেমিশে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ ও আবৃত্তির মাধ্যমে সবার অংশগ্রহণে একটি সুন্দর ও সার্থক অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।