মিশিগানে দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি

দুর্গামন্দিরের অনুষ্ঠানে দর্শক-শ্রোতা। ছবিটি গত বছরের
ছবি: পার্থ দেব

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন জায়গায় শারদীয় দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি চলছে। ২০ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ১০ দিনব্যাপী বিভিন্ন মন্দির ও সংগঠন এ পূজার আয়োজন করছে। পূজার প্রায় এক মাস আগ থেকেই প্রস্তুতি নিয়েছে মন্দির ও সংগঠনগুলো। প্রবাসের পূজা বেশির ভাগ সময়ই অনুষ্ঠিত হয় সপ্তাহের কর্মদিবসে এবং উদ্‌যাপন করা হয় সপ্তাহান্তে।

প্রবাসের পূজা মানে একে অন্যের সঙ্গে দেখা, মতবিনিময়, আনন্দ উদ্‌যাপন। প্রবাসের পূজার অন্যতম আকর্ষণ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। কে কার চেয়ে সুন্দর অনুষ্ঠান উপহার দেয়, তার এক প্রতিযোগিতা হয় এ শারদ উৎসবে। ইতিমধ্যেই পূজার কেনাকাটা শুরু হয়ে গেছে। প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন কাপড়ের দোকানগুলোয় ভিড় দেখা যাচ্ছে। লোকজন একে অন্যকে পূজা উপলক্ষে উপহার দিচ্ছেন। অনেকে অনলাইনে বাংলাদেশ থেকে কাপড়, অলংকার, গিফট আনছেন। বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা পূজা উপলক্ষে পূজার সময়ে ছুটি নিয়ে রেখেছেন। প্রবাসে পূজায় সংকলন প্রকাশ করা পূজার অংশ হয়ে গেছে। প্রতিটি পূজায় স্মরণিকা বের করা হয়। এতে দেশের ও প্রবাসের লেখকদের লেখা প্রকাশিত হয়।

দুর্গামন্দিরের পূজা

ডেট্রয়েট শহরের দুর্গামন্দিরের পূজা হবে সপ্তাহব্যাপী, ২০ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত। তিথিমতো পূজা হবে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এবং ২৮ ও ২৯ অক্টোবর পূজা উদ্‌যাপন করা হবে। দুর্গাপূজা উপলক্ষে দুর্গামন্দির ব্যাপক কর্মসূচি নিয়েছে। মায়ের বোধন, পূজা, অঞ্জলি, যজ্ঞ, প্রসাদ বিতরণ, আরতিসহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানাদি হবে। ২২ অক্টোবর অষ্টমীর দিনে ১০৮টি সদ্য ফোটা পদ্মফুল ও ১০৮টি প্রদীপ জ্বালিয়ে সন্ধিপূজা করা হবে। বিশেষ আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। ২৮ ও ২৯ অক্টোবর বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত থাকবে কবিতা আবৃত্তি, গান, নৃত্য, গীতিনাট্য, ঐতিহ্যবাহী ধামাইল, অতিথি শিল্পীদের গান, নাটক ও আকর্ষণীয় রম্য শ্রুতিনাটক। থাকবে আরতির সঙ্গে ঐতিহ্যবাহী ধুনুচি নাচ।

প্রতিবারের মতো এবার পার্থ দেবের সম্পাদনায় প্রকাশিত হচ্ছে দুর্গামন্দিরের নিয়মিত প্রকাশনা বহুবর্ণা ‘শারদ অর্ঘ্য’।

দুর্গামন্দিরের অনুষ্ঠান। গত বছরের ছবি
ছবি: পার্থ দেব

শিবমন্দিরের পূজা

ওয়ারেন সিটিতে শিবমন্দির দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিদিন থাকছে পূজা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে কবিতা, গান, নাচ, গীতি-আলেখ্য, ধামাইল ও অতিথিশিল্পীদের পরিবেশনা।

বিচিত্রার পূজা

বিচিত্রা এবার তিন দিনব্যাপী দুর্গোৎসব উদ্‌যাপন করছে। ২০, ২১ ও ২২ অক্টোবর ব্লুমফিল্ড হিলস হাইস্কুলে পূজা অনুষ্ঠিত হবে। এতে থাকছে পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করবেন কলকাতা থেকে আগত অনুপম রায়, কবিতা কৃষ্ণমূর্তিসহ আরও অনেকে।

বিচিত্রা ইনকের পূজা

বিচিত্রা ইনক এবার দুর্গাপূজা করছে তিন দিন। ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত। ওয়েস্ট টুয়েলভ মাইলের ইউনিভার্সিটি হাইস্কুল একাডেমিতে পূজা অনুষ্ঠিত হবে। থাকছে পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান।

কালীবাড়ি

ওয়ারেন সিটিতে অবস্থিত মিশিগান কালীবাড়িতে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৮ অক্টোবর পূজা উদ্‌যাপন করা হবে বলে জানা গেছে। এ সময় পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।