অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের বন্যার্তদের ত্রাণ বিতরণ

ত্রাণ বিতরণের জন্য অস্ট্রেলিয়ার বাংলাদেশি প্রবাসী চিকিৎসকদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিস অব অস্ট্রেলিয়া’ আর্থিক অনুদান প্রেরণ করেছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী চিকিৎসকদের উদ্যোগ ও আর্থিক সহায়তায় বাংলাদেশের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। সম্প্রতি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার অধিক বন্যাদুর্গত আছানপুর ও নোয়াহাটা গ্রামে এ ত্রাণ পৌঁছে দেওয়া হয়। দুই গ্রামের ৩৫০টি পরিবারের কাছে ত্রাণ হিসেবে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

এ ত্রাণ বিতরণের জন্য অস্ট্রেলিয়ার বাংলাদেশি প্রবাসী চিকিৎসকদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিস অব অস্ট্রেলিয়া (এফবিএমএসএ)’ দুই লাখ টাকা আর্থিক অনুদান হিসেবে প্রেরণ করে। বাংলাদেশে এ ত্রাণ বিতরণে সার্বিক সহযোগিতা করেছে ভৈরব উপজেলার প্রথম আলো বন্ধুসভা।

বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
ছবি: সংগৃহীত

এ ছাড়া, কুলিয়ারচর এবং বাজিতপুর এ দুই উপজেলার স্বেচ্ছাসেবকরাও এ ত্রাণ বিতরণে কাজ করেছেন।