সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের ইফতার অনুষ্ঠিত
সিডনীপ্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ইন্ক্ সংক্ষেপে AMWC। এএমডব্লিউসি ২০০৮ সাল থেকে বাৎসরিক ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। প্রতিবছরের মতো এ বছরও তাদের বাৎসরিক ইফতার মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয় ২ এপ্রিল মিন্টোর ইনডোর স্পোর্টস স্টেডিয়ামের হল বি–তে।
এএমডব্লিউসির সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ মাহফিল। শুরুতেই এএমডব্লিউসির খতিব হাফেজ আবদুল হাদী তানভীর পবিত্র রমজানের তাৎপর্য আলোচনা করে বক্তব্য প্রদান করেন। এরপর বক্তব্য দেন এএমডব্লিউসির সভাপতি আনিসুল আফসার, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান খান মুন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
সভাপতি ও সাধারণ সম্পাদক সবাইকে ধন্যবাদ জানিয়ে কিছু সমস্যার কথা তুলে ধরেন। ইফতার মাহফিলের ইতিহাস তুলে ধরে তাঁরা বলেন, ‘২০০৮ সালে আমরা যখন মিন্টো মসজিদে ইফতারের আয়োজন করি, তখন মাত্র দেড় শ মানুষের আয়োজন করা হয়েছিল। ১৫ বছরের ব্যবধানে আজকে আমরা পনের শ লোকের ইফতারের আয়োজন করেছি।’
এরপর বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিল নেতৃবৃন্দ এবং ম্যাকুয়ারিফিল্ডস অঞ্চলের স্টেট এমপি আনুলাক চান্তিভং। তিনি তাঁর বক্তব্যে তাঁকে আমন্ত্রণ করার জন্য এএমডব্লিউসি নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবাইকে রমজানের মোবারকবাদ জানান। তিনি বলেন, ‘সব সময়ই স্থানীয় কমিউনিটির সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করেন। তিনি অবশ্যই উদ্ভূত বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করবেন।’
মিন্টো ইনডোর স্পোর্টস স্টেডিয়ামের হল বি কানায় কানায় ভরে ওঠে রোজাদারদের ভিড়ে। এরপর আজানের মাধ্যমে সবাই একসঙ্গে ইফতার ও মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে সবার মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।