শাকিবের ‘বরবাদ’ মিশিগানে প্রদর্শিত হবে ১৮, ১৯ ও ২০ এপ্রিল

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে গত শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাটি মিশিগানে প্রদর্শন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সিনেমার বিভিন্ন বিষয় তুলে ধরেন এস কে ফিল্মসের পক্ষে নিউইয়র্ক থেকে আসা বদরুদ্দোজা সাগর। তিনি জানান, এবার এস কে ফিল্মস আন্তর্জাতিক পরিসরে সিনেমা পরিবেশন শুরু করল। ১৮, ১৯ ও ২০ এপ্রিল মিশিগানের ওয়ারেন সিটির ‘এমজেআর ইউনিভার্সাল গ্র্যান্ড সিনেমা’ হলে ছবিটি প্রদর্শিত হবে। প্রতিদিন সন্ধ্যা ছয়টায় শো শুরু হবে। দর্শকের উপস্থিতির ওপর ভিত্তি করে শো আরও বাড়ানো হতে পারে বলে জানান তিনি।

ছবিটি মুক্তির ১০ দিন পেরিয়ে গেলেও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এখনো হাউজফুল যাচ্ছে, দেশে ১২৩টি প্রেক্ষাগৃহে ছবিটি চলছে। আমেরিকার যেসব অঙ্গরাজ্যে প্রবাসী বাঙালি রয়েছেন, সেসব স্থানের থিয়েটারগুলোয় ‘বরবাদ’ সিনেমাটি প্রদর্শিত হবে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল, কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে। এ ছাড়া আইটেম গানে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান।

মিশিগানে সিনেমাটি প্রদর্শিত হবে ২৮৬০০ ডিকুইন্ডার রোড, ওয়ারেন সিটির ‘এমজেআর ইউনিভার্সাল সিনেমা’ হলে। টিকিটের দাম রাখা হয়েছে ১৭ ডলার। মিশিগানে ‘বরবাদ’ সিনেমার টিকিটসহ যেকোনো তথ্য জানতে হলে ইশতিয়াক রুপুর সঙ্গে ১–৩৪৭–৯৩৫–৭৭৪৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে মিশিগানে কর্মরত সাংবাদিকেরা ছাড়া সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। সবশেষ সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

‘দূর পরবাস’–এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: [email protected]