সিডনির রাজ্য সংসদ নির্বাচন ২৫ মার্চ
অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রাজধানী সিডনির রাজ্য নিউ সাউথ ওয়েলসের রাজ্য সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ মার্চ। রাজ্যের ৫৮তম রাজ্য সংসদ নির্বাচন হতে চলেছে এটি। রাজ্য সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষের শতাধিক আসনের জন্য নির্বাচন হবে। রাজ্য সরকার রয়েছে দেশটির বর্তমান বিরোধী দল লিবারেল পার্টির দখলে। টানা চতুর্থ মেয়াদে জয়ের জন্য লড়তে হবে দেশটির বর্তমান সরকার দল লেবার পার্টির সঙ্গে। বিরোধী দলের হয়ে মুখ্যমন্ত্রীর (প্রিমিয়ার) আসনের জন্য লড়বেন বর্তমান মুখ্যমন্ত্রী ডমিনিক পেরোটেট। তাঁর বিরোধিতা করছেন ক্ষমতাসীন লেবার পার্টির নেতা ক্রিস মিনস।
রাজ্য নির্বাচনকে সামনে রেখে তৎপর হয়ে উঠেছে দেশটির প্রধান এই দুই রাজনৈতিক দল লিবারেল ও লেবার পার্টি। রাজ্য নির্বাচনটি প্রতি চার বছর পরপর মার্চের চতুর্থ সপ্তাহে অনুষ্ঠিত হয়। এবার মূল ভোটের তারিখ ২৫ মার্চ হলেও দেশটির অগ্রিম ভোট প্রদানের সুযোগ রয়েছে, যাকে বলে ‘প্রি-পোলিং’। গত শনিবার থেকে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। এ ছাড়া রয়েছে ডাকযোগে ভোট দেওয়ার সুবিধাও। দেশটিতে ভোট প্রদান বাধ্যতামূলক, অন্যথায় জরিমানাও হতে পারে।
এদিকে সিডনির রাজ্য নির্বাচনে বাংলাদেশিদের অংশগ্রহণ রয়েছে। রাজ্যের বেশ কয়েকটি আসন থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিরা মনোনীত হয়েছেন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সরকার দল লেবার পার্টির জনপ্রিয়তা বেশি। তবে নিউ সাউথ ওয়েলস রাজ্যে অনেক দিন ধরেই বিরোধী দল লিবারেল পার্টির আধিপত্য দেখা গেছে।
নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পোলের ফলাফলে এগিয়ে রয়েছে লিবারেল পার্টি। তবে নিউজপোল, রিজলভ, রয় মরগান ও সুইং প্রেফারেন্স ইত্যাদি পোলে ৫২-৪৬ গড়ে এগিয়ে রয়েছে লেবার। যদিও মূল নির্বাচনের ফলাফল শেষ পর্যন্ত যেকোনো দিকে মোড় নিতে পারে। দেশটির ৪৬তম জাতীয় নির্বাচনে লেবার দলের জয় প্রায় নিশ্চিত হয়েই গিয়েছিল, কিন্তু মাত্র কয়েক ঘণ্টায় জয় চলে যায় লিবারেল পার্টির হাতে।